Saturday, October 13

কানাইঘাট উত্তর বাজার সিএনজি স্ট্যান্ড পার্কিং উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উত্তর বাজার অটোরিকশা সিএনজি স্ট্যান্ড এলাকায় যানঝট নিরসনে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন উত্তর বাজার-৭০৭ শাখা মহতি উদ্যোগ গ্রহণ করেছে। উত্তর বাজার এলাকায় সব সময় ব্যাপক যানঝটের কারনে পথচারীদের চলাফেরায় মারাত্মক ধরনের ব্যাঘাত ঘটতো। যানঝট নিরসনে উত্তর বাজার শাখার সকল অটোরিকশা সিএনজি গাড়ি রাখার জন্য নির্মানাধীন বহুতলা বিশিষ্ট আল-নূর টাওয়ারের আন্ডারগ্রাউন্ড ভাড়ায় রেখেছে উত্তর বাজার ৭০৭ শাখার স্ট্যান্ড নেতৃবৃন্দ। অাজ শনিবার বিকেল ৪টায় আনুষ্ঠানিক ভাবে আল-নূর টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে সিএনজি গাড়ি রাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ারের ডাইরেক্টর বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুফজ্জিল হোসেন, কানাইঘাট থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার, ট্রাফিক পুলিশের এএসআই দিপঙ্কর পাল, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হেকিম শামীম, কানাইঘাট পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালিক মানিক, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর,কানাইঘাট নিউজ ডটকমের সম্পাদক মাহবুবুর রশিদ, উত্তর বাজার ৭০৭ শাখার সভাপতি শ্রমিক নেতা ফিরোজ মিয়া, কাউন্সিলর সাহাব উদ্দিন চৌধুরী,  উপজেলা যুবলীগের যুগ্ম অাহবায়ক এইচএম আম্বিয়া সহ স্ট্যান্ড শাখার নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। উপস্থিত সবাই যানঝট নিরসনে উত্তর বাজার ৭০৭ শাখার পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানান। 

কানাইঘাট নিউজ ডটকম/১৩ অক্টোবর ২০১৮


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়