Sunday, October 14

গণশিক্ষা মন্ত্রীর সঙ্গে কানাইঘাটের প্রাথমিক শিক্ষকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা তোলে ধরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমানের সাথে সিলেট সার্কিট হাউসে মতবিনিময় করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। রবিবার এক সংক্ষিপ্ত সফরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান সিলেট সফরে আসলে দুপুর ১২টার দিকে কানাইঘাটের প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা তোলে ধরে তার সাথে সার্কিট হাউসে মতবিনিময় সভা করেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর  রহমান বলেন, জাতির জনকের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মূল স্থর প্রাথমিক শিক্ষার গুণগতমান পরিবর্তন করার জন্য ডিজিটাল ক্লাস ব্যবস্থা চালু সহ হাজার হাজার প্রাথমিক বিদ্যালয় কে সরকারিকরণ দেশের গ্রামে গ্রামে প্রাথমিক স্কুল স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, সৌন্দ্রয্য বর্ধন ও সকল কোমলমতি  শিক্ষার্থীকে উপবৃত্তির সুযোগ সুবিধা প্রদান, টিফিন ব্যবস্থা চালু, শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং শিক্ষকদের পদোন্নতির মর্যাদা প্রদান সহ নানা ধরনের যুগান্তকারী প্রদক্ষেপ গ্রহণ করেছেন। শতভাগ শিশুরা যাতে করে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারে এ জন্য সরকার বদ্ধপরিকর। তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞান নির্ভর শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশের দক্ষ মানব সম্পদে পরিণত করতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন বলে জানান। কানাইঘাটের প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ মন্ত্রী মুস্তাফিজুর রহমানের কাছে তোলে ধরলে তিনি সময় পেলে কানাইঘাটে সফর করবেন উল্লেখ করে বলেন, শিক্ষক সংকট দূরীকরণ কানাইঘাটের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়গুলোর সকল সমস্যা নিরসন, প্রতিটি স্কুলে সীমানা প্রাচীর নির্মান, নতুন প্রাথমিক স্কুল স্থাপন সহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের শূণ্যপদ পূরণ এবং দ্রুত প্রাথমিক শিক্ষা কর্মকর্তার শূণ্যপদ পূরণে শিক্ষক নেতৃবৃন্দের আশ্বস্থ করেন মন্ত্রী মুস্তাফিজুর রহমান। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ সম্পাদক মাছুম বিল্লাহ চৌধুরী সহ সিলেটের উর্ধ্বতন সরকারী কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন কানাইঘাট বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ মামুন রশিদ, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, সাধারন সম্পাদক ইকবাল হোসেন, সহকারী প্রাঃবিঃ শিক্ষক সমিতি সভাপতি খাজা আজির উদ্দিন, সাধারণ সম্পাদক রশিদ আহমদ, সাংগঠিনক সম্পাদক আবু ছিদ্দেক সহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। মত বিনিময় সভায় কানাইঘাটের প্রাথমিক শিক্ষার গুণগত পরিবর্তনের লক্ষ্যে দাবী দাওয়া সম্বলিত লিখিত স্মারক লিপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রীর হাতে তোলে দেন। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, মন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।    


কানাইঘাট নিউজ ডটকম/১৪অক্টোবর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়