Wednesday, October 17

কানাইঘাটে মাদকসহ অটোরিকশা চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানা পুলিশ চলমান মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ৭৫০ মিলি ভারতীয় অফিসার্স চয়েজ মদ ও ১০ বোতল ভারতী ব্লু রেভেন ২৫০ মিলি মাদকসহ এক অটোরিকশা সিএনজি চালককে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এ.এস আই শফিকুল ইসলাম জানতে পারেন বড়বন্দ বাজার থেকে একটি অনটেস্ট সিএনজি গাড়িতে করে চতুল বাজারে মাদক বহন করে নিয়ে আসা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তিনি একদল পুলিশ নিয়ে উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়নের সুরইঘাট সড়কের রতনপুর ত্রিমোহনী এলাকায় বড়বন্দ থেকে চতুল বাজার অভিমুখী একটি অনটেস্ট অটোরিকশা সিএনজি গাড়ি থামানোর চেষ্টা করেন। এ সময় গাড়িতে থাকা মাদক ব্যবসায়ী শাহাব উদ্দিনসহ তার এক সহযোগী পালিয়ে গেলেও উল্লেখিত মাদক দ্রব্যসহ অটোরিকশা সিএনজি চালক বড়বন্দ ৩য় খন্ড গ্রামের ইব্রাহিম আলীর পুত্র শরীফ আহমদ (২৫) কে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় থানার এস.আই হুমায়ূন কবীর বাদী হয়ে রাতে গ্রেফতারকৃত সিএনজি চালক শরীফ আহমদসহ মাদক ব্যবসায়ী শাহাব উদ্দিনকে আসামী করে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। থানার মামলা নং-১৯, তাং-১৭/১০/২০১৮ইং।

কানাইঘাট নিউজ ডটকম/১৭ অক্টোবর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়