Sunday, October 28

কানাইঘাটে চলছে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা


নিজস্ব প্রতিবেদক: ৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে দেশ্যব্যাপী পরিবহন ধর্মঘটে কানাইঘাটের জনজীবন অচল হয়ে পড়েছে। আজ রবিবার থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট সফলের লক্ষ্যে কানাইঘাটের গুরুত্বপূর্ণ স্থানে পরিবহন চালকরা অবস্থান নিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। সকাল থেকে রিকশা ছাড়া কোন ধরনের যানবাহন কানাইঘাটে চলাচল করতে পারছে না। স্কুল শিক্ষার্থী সহ সর্বস্থরের জনসাধারণ রাস্তায় বের হয়ে যানবাহন না পেয়ে চরম দূভোর্গে পড়ছেন। পরিবহন চালকরা কানাইঘাটের কোথাও কোন ধরনের যানবাহন বের হলে বন্ধ করে দিচ্ছে এতে করে জনজীবন আজ সকাল থেকে অচল হয়ে পড়েছে। শ্রমিক নেতা ফিরোজ মিয়া কানাইঘাট নিউজকে জানিয়েছেন,পরিবহন ধর্মঘট সফলের লক্ষ্যে কানাইঘাটের একাধিক স্থানে পরিবহন চালকরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছে। কয়েকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ করে পরিবহন ধর্মঘট ডাকায় তারা রাস্তায় বের হয়ে কোন ধরনের যানবাহন পাচ্ছেন না। 

কানাইঘাট নিউজ ডটকম/২৮ অক্টোবর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়