Friday, September 21

আ.লীগ নেতা মাসুক উদ্দিনের মায়ের মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

নিজস্ব প্রতিবেদক:

সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের মাতা নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ। 
এক শোক বার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবংশোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


শোক জ্ঞাপনকারীরা হলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ হান্নান, বর্তমান সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সহ-সভাপতি আব্দুর রব, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুহেল, এখলাছুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, কোষাধ্যক্ষ মিছবাহুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সিনিয়র সদস্য বাবুল আহমদ, কাওসার আহমদ সহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।

কানাইঘাট নিউজ ডটকম/২১ সেপ্টেম্বর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক