Saturday, September 15

কানাইঘাটে জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান'র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট লুৎফুর রহমান কানাইঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার দুপুর ১টায় প্রথমে তিনি দারুল কুরআন মুঈনুল ইসলাম শিবনগর মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় মাদ্রাসার মুহতামিম আলহ্বাজ হাফিজ মঈন উদ্দিন ও শিক্ষা সচিব আব্দুল মুমিন মাদ্রাসার নানা সমস্যার কথা তুলে ধরলে লুৎফুর জেলা পরিষদের পক্ষ থেকে মাদ্রাসার দ্বিতল ভবনের কাজের জন্য ১০ লক্ষ টাকা এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে মাদ্রাসার ছাত্র সংসদ আল-মুদ্দাসসির স্মৃতি পরিষদের জন্য ৫০হাজার টাকার অনুদান ঘোষণা দেন।
মতবিনিময় সভায় জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সদস্য হাজী আলমাছ উদ্দিনও তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে মাদ্রাসার উন্নয়নের জন্য ৫০হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। পরে জেলা পরিষদের চেয়ারম্যান তাঁর উস্তাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা মুদ্দাসসির শিবনগরী’র মাজার জিয়ারত করেন। বিকেল ২টায় জেলা পরিষদের চেয়ারম্যান কানাইঘাট দারুল উলূম দারুল হাদিস মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের নিয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, নায়েবে মুহতামিম আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী, কানাইঘাট উপজেলা
আওয়ামী লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জেলা পরিষদের ১৫নং ওয়ার্ড সদস্য হাজী আলমাছ উদ্দিন, মাদ্রাসার শিক্ষক মাওঃ শামসুদ্দিন,কারী হারুন রশীদ চতুলী ,জেলা যুবলীগের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল হেকিম শামীম,কানাইঘাট প্রেসক্লাবের ক্রীড়া-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ সহ মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরলে তিনি মাদ্রাসার পাকা বাউন্ডারি,ওজুখানা,দৃষ্টি নন্দন গেইট ও শৌচাগার নির্মাণের আশ্বাস দেন। মতবিনিময় সভা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা মুশাহিদ বায়মপুরি(রহ.) মাজার জিয়ারত করেন। বিকেল
৩টায় জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান কানাইঘাট মহিলা কলেজ পরিদর্শন করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় সভা শেষে বিকেল ৪টায় লোভাছড়া চা-বাগান পরিদর্শন করে বাগানের সত্ত্বাধিকারী ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকাসহ বিভিন্ন জনের সাথে তিনি মতবিনিময় করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়