Saturday, September 22

কানাইঘাট লক্ষীপ্রসাদ ইউনিয়ন আ.লীগের শুকরানা সভা

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অসুস্থ প্রবীন রাজনীতিবিদ জমির উদ্দিন প্রধান কে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ লক্ষ টাকা অনুদান দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুকরানা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ মাগরীব কানাইঘাট সুরইঘাট বাজার উত্তর বাজারে আয়োজিত শুকরানা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রমনা-শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল মুনির চৌধুরী। ইউপি আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছয়ফুল আলমের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আম্বিয়ার পরিচালনায় উক্ত শুকরানা সভায় সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রবীন রাজনীতিবিদ জমির উদ্দিন প্রধান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, কয়ছর আহমদ মেম্বার, আব্দুল মান্নান। বক্তব্য রাখেন ইউপি আওয়ামী লীগ নেতা তোতা মিয়া, নুরুল আম্বিয়া, যুবলীগ নেতা ফয়েজ আহমদ, বুরহান উদ্দিন, ছাত্রলীগ নেতা আশিক উদ্দিন, আফতাব উদ্দিন, উলামা লীগ নেতা মাওলানা সাহাব উদ্দিন প্রমুখ। বক্তারা প্রধান জননেত্রী শেখ হাসিনা কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহাশীষ কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের দূর্দিনের কান্ডারী জমির উদ্দিন প্রধান কে চিকিৎসার জন্য ২০ লক্ষ টাকা অনুদান দেওয়ায় লক্ষীপ্রসাদ আওয়ামী লীগ ও সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে প্রবীন এ জননেতার চিকিৎসার অনুদান পেতে যুক্তরাজ্য ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সারওয়ার কবিরের সহায়তায় প্রশংসা করা হয়। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন থেকে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীবান্ধব প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান এবং দেশের উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগ সরকার কে নির্বাচিত করার জন্য জনগনের প্রতি আহ্বান জানানো হয়।

কানাইঘাট নিউজ ডটকম/২৩সেপ্টেম্বর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়