Friday, September 21

ফাইনালে কানাইঘাট

নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে কানাইঘাট উপজেলা ফুটবল দল। পুরো টুর্নামেন্টে কানাইঘাট (অনুর্ধ্ব-১৭) ফুটবল দল নৈপূণ্যতা দেখিয়ে আজ শুক্রবার বিকেল ৪টায় সিলেট আব্দুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল খেলায় শক্তিশালী দক্ষিণ সুরমা উপজেলা ফুটবল দলকে ৪-৩ গোলে পরাজিত করে বঙ্গবন্ধু (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টিকেট নিশ্চিত করে কানাইঘাট ফুটবল দল। শনিবার (২২ সেপ্টেম্বর) টুর্নামেন্টের ফাইনাল খেলায় শক্তিশালী বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের মোকাবেলা করবে কানাইঘাট ফুটবল দল। প্রথম থেকে মাঠে উপস্থিত হয়ে কানাইঘাট উপজেলা ফুটবল দলকে বিপুল ভাবে উৎসাহিত করেন কানাইঘাটের অসংখ্য ক্রীড়ানুরাগীরা। আজ শুক্রবারের সেমিফাইনাল খেলায় ফুটবল টিম কে উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন কানাইঘাটের হাজারো দর্শক। তীব্র প্রতিদন্ধীতা পূর্ণ সেমিফাইনাল খেলায় উভয় দল গোল করতে মরিয়া হয়ে উঠে। পাল্টাপাল্টি আক্রমনে কোন দল খেলার নির্দিষ্ট সময়ে গোল করতে পারেনি। ফলে ট্রাইবেকারে খেলার জয় পরাজয় নির্ধারণ করা হয়। মাঠে বসে ফুটবল টিম কে উদ্দীপনা দেন ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম.এ. হান্নান, ৮ নং ঝিঙ্গাবাড়ী ইউপির চেয়ারম্যান আব্বাস উদ্দিন সহ ক্রীড়া সংগঠনের সাথে জড়িত নেতৃবৃন্দ। এদিকে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে কানাইঘাট উপজেলা ফুটবল দল ফাইনাল খেলায় উর্ত্তিন হওয়ায় টিমের সকল খেলোয়াড় এবং খেলার সাথে জড়িত কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, কানাইঘাট পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ক্রীড়া সংগঠক জামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, সাবেক কৃতি ফুটবলার ও ক্রিকেটার যুব ক্রীড়া সংগঠক আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সদস্য নিজাম উদ্দিন, ঐতিহ্যবাহী কানাইঘাট কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সম্পাদক মোঃ আব্দুন নূর,কানাইঘাট প্রেসক্লাবের ক্রীড়া সাহিত্য প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা আব্দুল আউয়াল প্রমুখ। নেতৃবন্দ আশাবাদ ব্যক্ত করেন শনিবারের ফাইনাল খেলায় বিশ্বনাথ কে হারিয়ে কানাইঘাট ফুটবল দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অজর্ন করবে। টিম কে উৎসাহ উদ্দীপনা দিতে মাঠে সবাইকে উপস্থিত থাকার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। 


কানাইঘাট নিউজ ডটকম/২১সেপ্টেম্বর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়