Friday, September 28

ইন্দোনেশিয়ায় ফের তীব্র ভূমিকম্প, জাপানে সুনামি সতর্কতা জারি

কানাইঘাট নিউজ ডেস্ক:
ইন্দোনেশিয়ায় ফের অনুভূত হল তীব্র ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫। এতে কমপক্ষে এক জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১০ জন। অন্যদিকে জাপানে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
আজ শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের কেন্দ্রস্থল সুলাওয়েসি দ্বীপ। কিছুক্ষণের মধ্যেই সুনামি সতর্কতা জারি করে উপকূল এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয় বাসিন্দাদের।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে প্রথমে জানিয়েছিল, কম্পনের মাত্রা ৭.৭। তবে পরে জানানো হয়, রিখটার স্কেলে ৭.৫ তীব্রতার কম্পন ধরা পড়েছে। ইন্দোনেশিয়ার পাশাপাশি জাপানেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়