Friday, September 14

কানাইঘাটে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে দর্শকের ঢল ! ঝিংগাবাড়ী চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর কানাইঘাট উপজেলা পর্যায়ে ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় কানাইঘাট সরকারি কলেজ মাঠে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কানাইঘাট সদর ইউনিয়ন
ফুটবল দলকে ট্রাইবেকারে ৫-৩ গোলে পরাজিত করে ঝিংগাবাড়ী ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শত শত দর্শকের উপসিস্থিতে তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে ব্যার্থ হওয়ায় ট্রাইবেকারে জয়-পরাজয় নির্ধারিত হয়। খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ। টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলা আগামীকাল শনিবার কানাইঘাট উপজেলা
ফুটবল দল সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে কোম্পানীগঞ্জ উপজেলা ফুটবল দলকে মোকাবেলা করবে। টুর্নামেন্টে সমাপণী পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধূরী। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)লুসিকান্ত হাজং, কানাইঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ লোকমান হোসেন,জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ,কানাইঘাট থানার অফিসার ইনচার্জ

মো. আব্দুল আহাদ,পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন,সদর ইউপি চেয়ারম্যান মামুন রশীদ,বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ,দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হুসেন

কাজল,ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন,কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল হুসেন,যুব উন্নয়ন অফিসের সহায়ক আব্দুল আউয়াল,কলেজের ক্রীড়া শিক্ষক অলিউর রহমান,ক্রীড়া সংগঠক আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন,উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম হারুন,টুর্নামেন্ট প্রচার ও মিডিয়া কমিটির আহবায়ক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,সহ-সম্পাদক আব্দুন নূর,বীরদল এন এম একাডেমির প্রধান শিক্ষক জার উল্লাহ,জুলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ। উপস্থিত ছিলেন কানাইঘাট নিউজের সম্পাদক মাহবুবুর রশিদ,উপজেলা সেচ্ছাসেবক লীগের আবুল বাশার,জসিম উদ্দিন মেজর,যুবলীগ নেতা হাবিব উল্লাহ,ফরহাদ আহমদ,জেলা ছাত্রলীগ নেতা হাসান রিজবী,মনিরুজ্জামান অপন,পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন,তৃণমুল ছাত্রলীগের সভাপতি হুমাযুন কবির তারেক,সাধারণ সম্পাদক দেলোয়ার হুসেন, ছাত্রলীগ নেতা জয় চক্রবর্তী মুন্না,পৌর ছাত্রলীগ নেতা ইয়াহইয়া
ডালিম,আরকে আফজাল,কাহীর আলী সহ উপজেলা পৌর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু (অনুর্ধ্ব-১৭)এ টুর্নামেন্টে সেরা খেলোয়াড়দের পুরষ্কৃত করা হয়। টুর্নামেন্টের সার্বিক শৃঙ্খলার দায়িত্বে ছিল থানা পুলিশ ও কলেজের স্কাউট দল ও ছাত্রলীগের নেতাকর্মীরা । অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন,হাজার হাজার দর্শকদের উপস্থিতি প্রমাণ করে ফুটবল এখনও বাংলাদেশের গ্রামে গঞ্জে জনপ্রিয় খেলা । বঙ্গবন্ধু(অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক তরুণ প্রতিভাবাণ ফুটবলার বেরিয়ে আসবে। এধরনের টুর্নামেন্ট রাষ্ট্রীয়ভাবে প্রতি বছর আয়োজন করলে দেশের ফুটবলের সোনালী ইতিহাস ফিরে আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সাফল্য বয়ে আনবে।


কানাইঘাট নিউজ ডটকম/১৪সেপ্টেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়