কানাইঘাট নিউজ ডেস্ক:
মুশাহিদিয়া ক্বিরাআত প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের ১৭ সালা দস্তারবন্দী মহা সম্মেলন আগামী ৫ ডিসেম্বর কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে ২০০২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সর্বমোট সাড়ে ৪ হাজার ফাজিল/ফাজিলাদেরকে দস্তারে ফজিলত প্রদান করা হবে। দস্তারবন্দী মহা-সম্মেলন সফলে ইতিমধ্যে কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, সিলেট সদর সহ দেশের বোর্ড নিয়ন্ত্রিত প্রশিক্ষণ সেন্টারে সম্মেলন প্রস্তুতি মূলক সভা, মতবিনিময়, গণসংযোগ শুরু হয়েছে। সম্মেলন সফলে ইতিমধ্যে উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক ফুযালা সমাবেশ চলছে। দস্তারবন্দী এ সম্মেলনকে ঘিরে বোর্ডের ফুযালাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সম্প্রতি কানাইঘাট পৌরসভা, সুরইঘাট, চতুল ঈদগাহ, বীরদল মাদ্রাসায় ইউনিয়ন ভিত্তিক ফুযালাদের সমাবেশ হয়েছে। এদিকে ১৭ সালা দস্তারবন্দী মহা-সম্মেলন বাস্তবায়ন কমিটির যুগ্ম সদস্য সচিব মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী জানিয়েছেন, মুশাহিদিয়া বোর্ডের দস্তারবন্দী মহা-সম্মেলনে ভারত ও বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং আন্তর্জাতিক পর্যায়ে পদক প্রাপ্ত ক্বারী সাহেবগণ অংশগ্রহণ করবেন ।
কানাইঘাট নিউজ ডটকম/ডেস্ক/১২সেপ্টেম্বর ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়