Sunday, September 2

কানাইঘাট মুশাহিদ সেতুর বাইপাস মোড়কে সরকারিভাবে 'শহীদ নজরুল চত্বর' করার দাবি

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট আল্লামা মুশাহিদ (র.) সেতুর বাইপাস মােড়কে সরকারি উদ্যোগে শহীদ নজরুল চত্বর  করার দাবি জানিয়েছেন কানাইঘাট উপজেলা,পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার উপজেলা তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীরা মুশাহিদ সেতুর বাইপাস মোড়ে 'শহীদ নজরুল চত্বরের ফলক স্থাপন করেন ছাত্রনেতা হাসান রিজভী, জামিল আহমদ জুয়েল, এ.এস রায়হান, সজন নবী ছাত্রলীগের অনেক নেতকর্মীরা। 
প্রসঙ্গত যে, ২০১৩ সালের ১৩ই ডিসেম্বর সরকার বিরোধী কর্মকান্ডের জের ধরে জামায়াত শিবিরের কিছু নেতাকর্মীদের হাতে বাইপাস এলাকায় নির্মমভাবে নিহত হন কানাইঘাট উপজেলা যুবলীগের সিনিয়র নেতা নজরুল ইসলাম। তার মৃত্যুর পর থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা বাইপাস মোড়কে  'শহীদ নজরুল চত্বর' সরকারিভাবে করার জন্য দাবি জানিয়ে আসলেও অদ্যাবধি পর্যন্ত সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন ও পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুন জানিয়েছেন। তারা বলেন অত্যন্ত নিমর্ম ভাবে জনপ্রিয় যুবলীগ নেতা নজরুল ইসলাম কে ২০১৩ সালে জামায়াত শিবিরের নেতাকর্মীরা হত্যা করে ছিল। সেই স্মৃতি ধরে রাখার জন্য যেখানে শহীদ নজরুল ইসলাম কে হত্যা করা হয়েছিল সেখানে তার নামে চত্বর করার দাবি আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের। এব্যাপারে দ্রুত সরকারি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা । 

কানাইঘাট নিউজ ডটকম/০২সেপ্টেম্বর ২০১৮ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়