Monday, August 13

কানাইঘাট হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ সোমবার দুপুর ১২টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সার্বিক তত্বাবধানে উক্ত সভায় কমিটির অধিকাংশ সদস্যদের উপস্থিতিতে সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও কর্মকর্তা, কর্মচারীর অধিকাংশ পদ শূণ্য রয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পঃপঃ কর্মকর্তা ডাঃ আবুল হারিছ তা তুলে ধরে ডাক্তার সংকট দূর করার জন্য কমিটির
নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। গত মাসের স্বাস্থ্য সেবার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, জনবল সংকট থাকার পরও স্বাস্থ্য কমপ্লেক্সের আগত সেবা প্রাপ্তিদের নিষ্ঠার সাথে চিকিৎসা দিয়ে যাচ্ছেন কর্তব্যরত ডাক্তার ও নার্সরা । সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে ৩১শয্যা থেকে ৫০শয্যায় উন্নীত করা সহ হাসপাতালের ৫টি নতুন ভবন নির্মাণের জন্য ১৬ কোটি টাকা বরাদ্ধ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম এমপি কে উপজেলাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উর্ধ্বতন ইঞ্জিনিয়ার এবং নির্মাণ কাজের ঠিকাদার রবিউল ইসলামের উপস্থিতিতে হাসপাতালে ৫টি ভবনের চলমান নির্মাণ কাজ টেকসই ও সিডিউল মোতাবেক কাজ করার আহবান জানান কমিটির নেতৃবৃন্দ। সেই লক্ষ্যে কাজের তদারকী করার জন্য কমিটি করার উপর গুরুত্ব দেওয়া হয়। চলমান কাজ সুষ্টু ও সুন্দর ভাবে সম্পন্ন করা হবে বলে কাজের ঠিকাদার রবিউল ইসলাম সবাইকে আশ্বস্থ করেন। উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, পৌর মেয়র নিজাম উদ্দিন, সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন, বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুন রশিদ,দিঘীরপার ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন কাজল, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, পৌর কাউন্সিলর শরীফুল হক প্রমুখ। সভা শেষে উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার নেতৃত্বে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উর্ধ্বতন ইঞ্জিনিয়ারগন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে হাসপাতালের নতুন ৫টি ভবনের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় কাজের ঠিকাদার রবিউল ইসলাম ও উপস্থিত ছিলেন। 

 কানাইঘাট নিউজ ডটকম/১৩আগস্ট ২০১৮ ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়