Friday, August 31

কানাইঘাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ৩য় খন্ড গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ(৭০) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুম্মা বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাজার নামাজ গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের লোকজন শরীক হন। জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এদিকে প্রবীণ বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের এমপি সেলিম উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জেমস লিওফারগুশন নানকা, সাতবাঁক ইউনিয়নের চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ। 
কানাইঘাট নিউজ ডটকম/৩১আগস্ট ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক