Saturday, August 4

কানাইঘাটে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করার লক্ষে অবহিত করণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় কানাইঘাট উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা গর্ভবর্তী মহিলাদের স্বাভাবিক প্রসব সেবা কার্য্যক্রম জোরদার করার লক্ষ্যে এক অবহিত করণ কর্মশালা শনিবার সকাল ১০টায় পৌরসভাস্থ ইউনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত অবহিত করণ সভায় জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, এনজিও কর্মী ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিস এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-০৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেন, স্বাস্থ্য সেক্টরে সরকারের নানামুখী যুগান্তকারী পদক্ষেপের কারণে বাংলাদেশে বিশ্ব দরবারে আজ প্রশংসিত হচ্ছে। মাতৃ ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনায় জাতিসংঘ আমাদের কে পুরস্কারে ভূষিত করেছে এর অংশিদার স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে সকল কর্মকর্তা সহ আমরা সবাই। তিনি আরো বলেন গর্ভকালীণ ও পরবর্তী মাতৃ ও শিশু মৃত্যুর হার অনেক কমে এসেছে। ইউনিয়ন পর্যায়ে অবস্থিত পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য বিষয়ক কার্য্যক্রম সরকারের পাশাপাশি, জনপ্রতিনিধি, কমিউনিটির লোকজন এক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করলে সার্বক্ষণিক নরমাল ডেলিভারী ও প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জনবল সংকট দূরীকরণের আশ্বাসের পাশাপাশি অবকাঠামো উন্নয়নে সহযোগিতার ঘোষনা দেন। সিলেটের বিভাগীয় পরিচালক কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা যুতিষ চন্দ্র দাসের পরিচালনায় উক্ত অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব কাজী আ.খ.ম মহিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, পরিবার পরিকল্পনা বিভাগের সিলেটের রিজিওনাল কনসালটেন্ড ডাঃ ওমরগুল আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিলে অফিসার ডাঃ আবুল হারিছ। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা সিলেটের সহকারী পরিচালক সেলিম ভূইয়া। বক্তব্য রাখেন কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদ, দিঘীরপার ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন, সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, ঝিংগাবাড়ী ইউপির চেয়ার‌্যান আব্বাস উদ্দিন, রাজাগঞ্জ ইউপির চেয়ারম্যান ফখরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সম্পাদক এখলাছুর রহমান সহ পরিবার পরিকল্পনা ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কয়েজন কর্মকর্তা। উপজেলার ০৮টি স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসা সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া পরিকল্পিত পরিবার গঠন ও গর্ভকালীন মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জনবল সংকট মূল কারন বলে অনেকে বক্তব্য রাখলে অতিরিক্ত সচিব মহিউল ইসলাম বলেন, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের শূণ্যপদ গুলো পূরণে নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে প্রসব সেবা প্রদানের আহ্বান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়