Sunday, August 12

মেয়র আরিফুলকে কানাইঘাট বিএনপির অভিনন্দন

কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে অভিনন্দন  শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী ও প্রশাসনের হুমকি ধুমকি এবং ব্যাপক ভোট জালিয়াতি সহ ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তারকে উপেক্ষা করে সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত ভোটাররা সিটি কর্পোরেশনের উন্নয়নের রূপকার আরিফুল হক চৌধুরী কে পুণরায় ভোট দিয়ে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে আরিফুল হক সহযোগিতা করার জন্য সকল মহলের প্রতি তারা আহবান জানান। অভিনন্দন দাতারা হলেন কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর হাজী শরীফুল হক,সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন বুলবুল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।(বিজ্ঞপ্তি) 

 কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/১২আগস্ট ২০১৮ ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়