কানাইঘাট নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থেকেই বিএনপি-জামায়াত জোট একুশে আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে খালেদা জিয়া ও তার ছেলে যে জড়িত এতে কোনও সন্দেহ নেই। যাহোক আমরা ক্ষমতায় এসে এর বিচারের কাজ শুরু করি। বিচার চলছে, রায় আশা করি বের হবে।
মঙ্গলবার (২১ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
সরকারের ষড়যন্ত্র ছিল বলেই সন্ত্রাসবিরোধী র্যালির আগের দিন রাত সাড়ে ১১টায় তারা অনুমোদন (সমাবেশের) দিয়েছিল মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আমরা কোনও র্যালি বা মিটিং করলে সেখানকার ভবনগুলোর ছাদে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী থাকে। কিন্ত সেদিন ভবনের ছাদ বন্ধ ছিল। আমাদের কাউকেই ছাদে ঢুকতে দেয়নি।
তিনি বলেন, কী কারণে দেওয়া হয়নি? আর ঘটনার পর হামলাকারীরার যাতে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে সেজন্য পুলিশ আহতদের পাশে না দাঁড়িয়ে টিয়ার সেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। আলামত নষ্ট করতে সিটি করপোরেশনের গাড়ি এসে জায়গা ধুয়ে-মুছে সাফ করে দেয়। এতে খুব স্বাভাবিকভাবেই সন্দেহ হয় যে, এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি ওতপ্রোতভাবে জড়িত।
একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনার আগের প্রেক্ষাপট তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমার কাছে চিরকুট আসে, ধানমন্ডির ৫ নম্বরে তারেক জিয়ার শ্বশুরবাড়িতে রাত ১২টার দিকে একটি গাড়ি এসে বড় বড় পেটি নামায়। আবার আড়াইটা-তিনটার দিকে কিছু লোক জিপে করে সেগুলো নিয়ে চলে যায়। খবরটা পাওয়ার পর আমি কাজী জাফরুল্লাহ সাহেবকে খবর নিতে বললাম। বললাম আমার মনে হচ্ছে, ওখানে একটি ষড়যন্ত্র হচ্ছে, আপনি খবর নেন। উনি বললেন, র্যালিটা হোক তারপর খবর নেব। তারপর র্যালিতে যা ঘটার তা তো ঘটলো।
বিএনপির কাউকে দলে জায়গা না দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, বিএনপি জোটের ওরা ঘাপটি মেরে থাকে, তাদের অনেকেই আমাদের দলের সঙ্গে মিশে যায়। দলে ঢুকে গোলমাল করে আমাদের নেতাকর্মীদের হত্যা করে আমাদের ওপর দোষ চাপিয়ে দেয়। কাজেই নেতাকর্মীদের বলবো, এদের দলে যেন কেউ না টানে। এ সম্পর্কে দেশবাসীকেও সতর্ক থাকতে হবে। কারণ এদের চরিত্র কখনও বদলাবে না। এদের চরিত্র দেশবাসীকে মনে রাখতে হবে।
Tuesday, August 21
এ সম্পর্কিত আরও খবর
চার দিন বন্ধ থাকবে মেট্রোরেলের শাহবাগ স্টেশন নিরাপত্তা ব্যবস্থার কারণে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত
সেবায় গতি আনতে ডাক বিভাগের পোস্টম্যানরা পেলেন ই-বাইক বাংলাদেশ ডাক বিভাগের সেবার মানোন্নয়নে যুক্ত করা হয়েছে নতুন প্রযুক্তি। পোস্টম্যানদের দ্রুত ও স
আনন্দ শোভাযাত্রা ঘিরে কঠোর নিরাপত্তা রাজধানী জুড়ে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। ঢল নেমেছে হাজারো মানুষের। ঢাবি এলাকায় যে
খিলক্ষেতে আইন মেনেই অস্থায়ী মণ্ডপ সরানো হয়েছে: রেল কর্তৃপক্ষ রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলের জমিতে অস্থায়ী মণ্ডপ সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে ব
জনপ্রতিনিধিদের জন্য ন্যূনতম গ্রাজুয়েটের পরামর্শ জনপ্রতিনিধি হতে চাইলে ন্যূনতম গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে বলে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সিটি কর
নির্বাচনের আগে সংবিধান সংস্কার সম্ভব : আলী রীয়াজ সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ বলেছেন, নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় সং
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়