Tuesday, July 17

বিশ্বকাপ ফাইনালে মাঠে ঢোকায় ১৫ দিনের জেল

কানাইঘাট নিউজ ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের ফাইনাল চলাকালে মাঠে ঢুকে খেলায় বিঘ্ন ঘটানোর দায়ে সোমবার চারজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে মস্কোর একটি আদালত। শাস্তি পাওয়া তিনজন নারী এবং এক পুরুষের সবাই নারীবাদী সংগঠন 'পুসি রায়ট'-এর সদস্য। একই সঙ্গে আদালত তাদের আগামী তিন বছর যে কোন ধরনের ক্রীড়া অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিষিদ্ধ করেছে। রবিবার রাতে লুঝনিকি স্টেডিয়ামে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যকার ফাইনালের দ্বিতীয়ার্ধের আগে 'পুসি রায়ট' সদস্যদের আচমকা অনুপ্রবেশে খেলা বন্ধ ছিল কিছুক্ষণ। তাদের চারজনেই গায়েই ছিল পুলিশের নকল ইউনিফর্ম। পরে তাদের আটক করেন মাঠে থাকা নিরাপত্তাকর্মীরা। শাস্তি পাওয়াদের অন্যতম ওলগা কুরাচিওভা অবশ্য নিজেদের এমন কাণ্ডের ব্যাখ্যাও দিয়েছেন। গণমাধ্যমকে তিনি বলেন, তাদের অনুপ্রবেশের মূল কারণ ছিল বাক স্বাধীনতার অধিকারকে সমর্থন ও ফিফার নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো। তিনি আরও যোগ করেন, 'দুর্ভাগ্যজনকভাবে ফিফা এখন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে।' নারীবাদী সংগঠনটির জেল-জরিমানার শাস্তি পাওয়ার ঘটনা নতুন নয়। এর আগে ২০১২ সালে একটি চার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করে বিক্ষোভ করায় 'পুসি রায়ট'-এর তিন মূল সদস্যকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়