Sunday, July 8

কানাইঘাটে কুখ্যাত ডাকাত 'লেংড়া বাবুল' গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের দুর্ধর্ষ সদস্য একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কেচরিগুল গ্রামের বাবুল মিয়া উরফে ভাংগা বাবুল, লেংড়া বাবুল (৪২) কে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানতে পারেন, সিলেটের বিভিন্ন থানার প্রায় ১০ টি ডাকাতি মামলার পলাতক আসামী দুর্ধর্ষ  ডাকাত বাবুল মিয়া তার শ্বশুড় বাড়ী কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির দূর্গম টিলাবেষ্টিত কেরকেরি গ্রামের আব্বাস উদ্দিনের বাড়ীতে আত্মগোপন করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবু কাউছারের নেতৃত্বে একদল পুলিশ এলাকাবাসীর সহায়তায় গত শনিবার মধ্য রাতে টিলার উপরে একটি ঝুপড়ী ঘর থেকে কুখ্যাত ডাকাত বাবুল মিয়া উরফে ভাংগা বাবুল কে গ্রেপ্তার করতে সক্ষম হন। এসময় ডাকাত বাবুল মিয়ার শ্বশুড় বাড়ীর কতিপয় লোকজন পুলিশের উপর হামলার চেষ্টা করে। থানার ওসি আব্দুল আহাদ কানাইঘাট নিউজকে জানিয়েছেন, বড়লেখা উপজেলার কেচরিগুল গ্রামের মুজম্মিল আলীর পুত্র পেশাদার দুর্ধর্ষ ডাকাত বাবুল মিয়া কানাইঘাট সহ সিলেটের বিভিন্ন জায়গায় তার সহযোগিদের নিয়ে ডাকাতি সহ অপরাধমূলক কর্মকান্ড করতো। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় বর্তমানে ১০টি ডাকাতির মামলা রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করলে সে স্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকতো। সে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির নারাইনপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত কবির চৌধুরীর বাড়ীতে ডাকাতি ঘটনার সাথে জড়িত। সম্প্রতি কানাইঘাটের কয়েকটি ডাকাতি ঘটনার সাথে জড়িত থাকার দায়ে কানাইঘাট থানা পুলিশ বাবুল ডাকাতের ভায়েরা জকিগঞ্জ উপজেলার কুখ্যাত সেবুল ডাকাতকে তার শ্বশুড় বাড়ী কানাইঘাটের কেরকেরি গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে । তার স্বীকারোক্তি মূলক জবানবন্দির সূত্র ধরে থানা পুলিশ সেবুল ডাকাতের ভায়েরা বাবুল ডাকাত কে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। কানাইঘাটের দূর্গম এলাকা থেকে ডাকাত বাবুলকে গ্রেপ্তার করায় জনমনে স্বস্থি ফিরে এসেছে। আজ রবিবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃত ডাকাত বাবুল মিয়ার বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। সিলেটের বিভিন্ন এলাকায় ডাকাতির তথ্য উদঘাটনের জন্য পুলিশ গ্রেপ্তারকৃত ডাকাত বাবুল মিয়ার রিমান্ড আদালতে চাহিবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

কানাইঘাট নিউজ ডটকম/০৮জুলাই ২০১৮ ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়