Wednesday, July 11

কানাইঘাটে তামাক বিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে সকল সিগারেট কোম্পানীর অভিনব প্রচার ও প্রচারনা বন্ধে এবং পাবলিক প্লেইসে ধুমপান বন্ধে প্রশাসনিক অভিযান শুরু হয়েছে। বুধবার দিনব্যাপী কানাইঘাট বাজার ও উপজেলা পরিষদের আশপাশ এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও পান-সিগারেট দোকানে গিয়ে ধুমপান বিরোধী সচেতনা মূলক তৎপরতা এবং তামাকজাতের বিজ্ঞাপন বন্ধে ব্যবসায়ীদের দিক নির্দেশনা প্রদান করেন, উপজেলা সহকারী কমিশার (ভূমি) লুসিকান্ত হাজং। এ সময় তিনি ধুমপান তামাকজাতক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ ও ভোক্তা অধিকার সংরক্ষ আইন ২০০৯ এর আইনে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের মাধ্যমে নগদ ২১শ টাকা জরিমানা আদায় করেন। এছাড়া বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন সিগারেট কোম্পানীর জন সম্মুখে প্রচার করা সিগারেটের প্যাকেট অপসারন করেন। অভিযানের সময় কানাইঘাট থানা পুলিশ ও উপজেলা স্যানিটেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। ভূমি অফিসার লুসিকান্ত হাজং জানিয়েছেন উপজেলার বিভিন্ন হাট-বাজারে ধুমপান বিরোধী অভিযান অব্যাহত থাকবে। প্রাথমিক ভাবে ব্যবসায়ীদের জন সম্মুখে সিগারেট কোম্পানীগুলি প্রচারনা বন্ধ এবং পাবলিক প্লেইসে প্রকাশ্যে  ধুমপান কেউ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কানাইঘাট নিউজ ডটকম/১১জুলাই ২০১৮ ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়