Friday, July 20

কানাইঘাট উপজেলা প্রশাসনের ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে কানাইঘাট উপজেলা প্রশাসনের সম্প্রসারিত ভবনের নির্মাণাধীন কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। ভবনের পানি সরবরাহ কাজে জিআই পাইপের পরিবর্তে নিম্নমানের প্লাষ্টিকের পাইপ ব্যবহার ও অন্যান্য কিছু কাজও নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ তাদের। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৯ জুলাই) উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সাথে দেখা করে অনিয়মের বিষয়টি তুলে ধরেন। এ সময় সিরাজুল ইসলাম অভিযোগ করেন, ভবনের টয়লেটের পানি সরবরাহের কাজে জিআই পাইপের পরিবর্তে প্লাষ্টিকের পাইপ ব্যবহার ও অন্যান্য অনেক কাজও সিডিউল মোতাবেক না হচ্ছে না। নির্বাহী কর্মকর্তা জিআই পাইপের পরিবর্তে ভবনে প্লাষ্টিকের পাইপ লাগানো হলে তা পরিবর্তন করা হবে বলে আশ্বস্ত করেন। এর আগে গত বুধবার (১৮ জুলাই) ভবনের পানি সরবরাহ কাজে নিম্নমানের পাইপ ব্যবহার করার ব্যাপারটি স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে দেখান নেতাকর্মীরা। অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা সম্প্রসারিত ভবনের কাজে কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। সিডিউল অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান যাতে করে টেকসই কাজ করে এজন্য ভবনের সার্বিক কাজের তদারকী করা হচ্ছে। নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদকে তার কার্যালয়ে ডেকে নিয়ে ভবনের কাজে জিআই পাইপের পরিবর্তে প্লাষ্টিকের পাইপ লাগানো হচ্ছে কি না তা দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ জানিয়েছেন ভবনের টয়লেট সহ পানি সরবরাহে যেখানে জিআই পাইপের পরিবর্তে প্লাষ্টিকের পাইপ লাগানো হচ্ছে তা পরিবর্তন করা হবে। অপরদিকে ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা জানান, ভবনের কাজে কোন ধরনের দুর্নীতি ও অনিয়ম করা হচ্ছে না। সিডিউল অনুযায়ী সকল কাজ করা হচ্ছে।

কানাইঘাট নিউজ ডটকম/২০জুলাই ২০১৮ ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়