Thursday, July 5

কানাইঘাট সদর ইউনিয়নে সোলার প্যানেল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিনের বিশেষ বরাদ্ধকৃত দ্বিতীয় পর্যায়ের অর্থায়নে সোলার প্যানেল বিতরণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ২০১৭-১৮অর্থ বছরের এমপি সেলিম উদ্দিনের বরাদ্ধকৃত সোলার প্যানেল কানাইঘাট সদর ইউনিয়নের ২৪ টি পরিবারে লাগানো হয়। অসহায় এসব পরিবারের লোক জন সোলার প্যানেল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেন। সোলার প্যানেল সংযোগ দেওয়ার পর তাদের ঘর-বাড়ী আলোকিত হয়ে উঠে। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় সোলার প্যানেল বিতরণ অব্যাহত আছে। সদর ইউনিয়নে সোলার প্যানেল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আজাদ স্বাধীন, পাতারকুঁড়ি কানাইঘাটের ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা যুব সংহতি সভাপতি শামীম আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ ছিদ্দিকী, ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকপাটি নেতা শহিদ আহমদ প্রমুখ।

উল্লেখ্য যে, সেলিম উদ্দিন এমপির ঐকান্তিক প্রচেষ্টায় টিআর ও কাবিখার বরাদ্ধকৃত অর্থায়ন থেকে কানাইঘাটের হাট-বাজার গুরুত্বপূর্ণ স্থান এলাকায় ব্যাপক হারে সড়ক বাতী স্থাপনের পাশাপাশি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের পাশাপাশি যে সব এলাকায় অনেকের বাড়ীতে এখনো বিদ্যুৎ পৌছেনি তাদের বাড়ী ঘরে সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করা হচ্ছে। এছাড়া বিদ্যুতের অপচয়রোধে সোলার প্যানেল বিতরণে অগ্রাধিকার দিয়ে যাচ্ছেন সেলিম উদ্দিন এমপি। 

কানাইঘাট নিউজ ডটকম/০৫জুলাই ২০১৮ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়