Thursday, March 8

কানাইঘাটে ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: 
খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হত দরিদ্রদের মাঝে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে ডিলার কর্তৃক কার্ডধারীদের মধ্যে ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করা হয়েছে।  বৃহস্পতিবার কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম, লক্ষীপ্রসাদ পূর্ব, ৪নং সাতবাঁক ও ৮নং ঝিংগাবাড়ী ইউ.পিতে ডিলাররা কার্ডধারীদের মধ্যে চাল বিক্রি শুরু করেছেন। শুক্রবার থেকে উপজেলার অন্যান্য ইউনিয়নে চাল বিক্রি শুরু হবে। উপজেলা খাদ্য কর্মকর্তা জানিয়েছেন- ৯টি ইউনিয়নের কার্ডধারী ১৮৬৪ জন দরিদ্র নারী-পুরুষ ১০টাকা কেজি দরে শনি ও রবিবার জন প্রতি ৩০ কেজি করে চাল কিনতে পারবেন। এ জন্য ৯টি ইউনিয়নে ৯ জন খাদ্যবান্ধব ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তারা নির্দিষ্ট জায়গায় চাল বিক্রি করবেন। ১০টাকা কেজি দরে চাল বিক্রিতে যাতে করে কোন ধরনের অনিয়ম, দূর্নীতি না হয় এ জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে সরকারী কর্মকর্তাকে টেগ অফিসার নিয়োজিত করা হয়েছে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়