নিজস্ব প্রতিবেদক:
“জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ১৮ সারাদেশের ন্যায় কানাইঘাটে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক র্যালি, পরবর্তী উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্তের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, সদর ইউ.পির চেয়ার্যমান মামুন রশিদ, বানীগ্রাম ইউ.পি চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপার ইউ.পির চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাতবাঁক ইউ.পির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নূর সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা বৃন্দ। সভায় যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনসাধারনকে সচেতন করে গড়ে তোলা এবং ভয়কে জয় করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সেই সাথে দুর্যোগ সম্পর্কিত তথ্য জানার জন্য যে কোন মোবাইল থেকে ১০৯০-তে ফোন দিলে আবহাওয়া সম্পর্কিত যে কোন তথ্য জানার আহবান জানানো হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়