Tuesday, February 13

কুর্দি হামলায় তুরস্কের ড্রোন ভূপাতিত

3.jpg

কানাইঘাট নিউজ ডেস্ক :
মার্কিন সমর্থিত সিরিয়ার কুর্দি গেরিলা গোষ্ঠী পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে। আফরিন এলাকার আাকাশসীমা থেকে এ ড্রোন ভূপাতিত করে কুর্দি গেরিলারা।

এক বিবৃতিতে ওয়াইপিজি গেরিলারা বলেছে, কুর্দি বাহিনী সোমবার সন্ধ্যায় তুরস্কের একটি বাইরেক্টার টিবি-২ দূরপাল্লার ড্রোন ভূপাতিত করেছে। এ ড্রোন মধ্যম মাত্রার উচ্চতায় উঠতে পারে। ড্রোনটি আফরিনের কুদে এলাকায় গোয়েন্দাগিরি করছিল বলে ওয়াইপিজি দাবি করেছে।

এর দুদিন আগে একটি বাইরেক্টার টিবি-২ ড্রোনের গায়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান স্বাক্ষর দিয়েছিলেন।

এদিকে, তুরস্কের সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, গত ২০ জানুয়ারি তুর্কি অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজার ৩৬৯ জন কুর্দি গেরিলা নিহত হয়েছে। এছাড়া, তুর্কি বিমান হামলায় ওয়াইপিজি’র ১৫টি শক্ত ঘাঁটি ও অস্ত্র গুদাম ধ্বংস করা হয়েছে। সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে তুরস্ক সন্ত্রাসী হিসেবে মনে করে এবং তুর্কি  গেরিলা গোষ্ঠী পিকেকে’র সঙ্গে এদের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে আসছে। অন্যদিকে, সিরিয়া সংকটে ওয়াইপিজি-কে সমর্থন ও মদদ দিয়ে আসছে আমেরিকা। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আংকারার মারাত্মক টানাপড়েন দেখা দিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়