Sunday, February 11

বন্ধ থাকা সিনেমা হলেও মুক্তি পাচ্ছে ‘আমি নেতা হব’

Shakib-Khan-20170723144929.jpg

কানাইঘাট নিউজ ডেস্ক :
মুক্তির আগেই আলোচনায় শাকিব খানের ছবি ‘আমি নেতা হবো’। এরই মধ্যে প্রায় ১০০ সিনেমা হলে ছবিটি মুক্তির জন্য বুকিং করা হচ্ছে। এ ছাড়া বন্ধ থাকা হলগুলো আগামী সপ্তাহে ছবি চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। উত্তম আকাশ পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

শাপলা মিডিয়ার ম্যানেজার মোহাম্মদ বাদল বলেন, ‘আমরা এই পর্যন্ত প্রায় ১০০ সিনেমা হলের বুকিং মানি পেয়েছি। সেই হিসেবে প্রস্তুতি নিচ্ছি। সারা দেশ থেকে সিনেমা হল মালিকরা ছবিটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। দেশের প্রায় ৭০টি সিনেমা হল রয়েছে যারা শুধু ঈদের সময় সিনেমা মুক্তি দেয়। সেই সিনেমা হলগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এরই মধ্যে ৩০টি সিনেমা হলকে আমরা ছবিটি দিচ্ছি। বাকি বন্ধ থাকা হলগুলো আমরা দেখছি। ছবি দেখার পরিবেশ থাকলে বন্ধ থাকা আরো ২০ থেকে ২৫টি সিনেমা হল যুক্ত হবে।

প্রায় দেড়শত হলে ছবিটি মুক্তির জন্য আমরা চিন্তা করেছি জানিয়ে মোহাম্মদ বাদল বলেন, ‘তবে কিছু বেশিও হতে পারে। সেটা আগামী বৃহস্পতিবারের আগে বলা সম্ভব নয়।’

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘সিনেমা হলগুলোর আগ্রহ দেখে আমার নতুন ধারণা তৈরি হয়েছে। সবাই বলে চলচ্চিত্রের বাজার ভালো নয়। তবে এই ছবিতে মুক্তির আগেই টাকা চলে আসছে। বন্ধ থাকা হল খুলে যাচ্ছে। আমি মনে করি ভালো ছবি দিলে সিনেমা হল মালিক বা দর্শক সবাই দেখে।  আমার মনে হচ্ছে ঈদের আমেজে আসছে নেতা।’

বাংলাদেশ সিনেমা হল মালিক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘আসলে এসব হচ্ছে শাকিব খানের জন্য। এরই মধ্যে তিনি এমন একটা অবস্থান তৈরি করেছেন যে তাঁর ছবি মুক্তি মানেই ঈদের আমেজ। সিনেমা হলের মালিক হিসেবে আমার ভালো লাগছে সবার আগ্রহ দেখে।’

শাপলা মিডিয়া প্রযোজিত ‘আমি নেতা হবো’ ছবিটিতে শাকিব খানের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন মিম। এ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, কমল প্রমুখ। সূত্র:এনটিভি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়