Sunday, January 7

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের যুবক নিহত ! এলাকায় শোকের ছায়া


নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কানাইঘাটের আব্দুর রহিম নামের এক যুবক। গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সৌদিআরবের জেদ্দা ১১ কিলো নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। আব্দুর রহিমের পারিবারিক সূত্রে জানা যায়,গত শুক্রবার  সন্ধ্যায় ঔষধ কিনতে জেদ্দা ১১ কিলো নামক স্থানে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুত গতির কার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত আব্দুর রহিম উপজেলার ৬নং সদর ইউপির গোসাইনপুর গ্রামের হাজী আমির আলীর পুত্র। ৩ ছেলে ও ৪ মেয়ের মধ্যে আব্দুর রহিম সবার ছোট। আব্দুর রহিমের অকাল মৃত্যুর সংবাদ শুনে কান্নায় ভেঙ্গে পড়েন তার স্ত্রী, পিতা, মাতা ও আত্বীয় স্বজন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়