Saturday, January 6

প্রাত্যহিক জীবনের কিছু সাধারণ সমস্যা ও সমাধান


কানাইঘাট নিউজ ডেস্ক : প্রাত্যহিক জীবনে আমাদের কিছু সাধারণ সমস্যার সম্মুখিন হতে হয়। যেমন রাতে ভাল ঘুম না হওয়া, বৃষ্টির দিনে পিপঁড়ার উৎপাত কিংবা জামা-কাপড়ে ছত্রাক পড়া ইত্যাদি। আমাদের অনেকেরই জানা নেই এ ধরনের অনেক সমস্যার সমাধান। চলুন জেনে নেয়া যাক এধরনের কিছু সমস্যা ও সমাধান। ১. ঘরে বিভিন্ন ফলফলাদি থাকলে মাছির উৎপাত হয়। মাছির উৎপাত এড়াতে চাইলে ঘরে একটি হালকা ভেজা দড়ি ঝুলিয়ে রাখুন। মাছি সব দড়িতে বসবে। ২. তাজা ফুল সবার পছন্দের তালিকায় থাকলেও তা বেশিদিন ঘরে রাখা যায় না। নেতিয়ে যায়। ফুল বেশিদিন তাজা রাখতে হলে ফুলদানির পানিতে একটু কর্পূর মিশিয়ে দিন। ফুল অনেকদিন তাজা থাকবে। ৩. যাদের রাতে ঘুম হয় না তারা ঘুমুতে যাবার আগে চিনিসহ এক গ্লাস দুধ খান। এমনিতেই ঘুম পাবে। ৪. পেয়াজ কাটলে হাতে গন্ধ হয়। তাই কাটার পর হাতে সরিষার তেল মেখে নিবেন। গন্ধ হবে না। ৫. সিল্ক এবং জরির কাজ করা শাড়ি, জামা, ওড়না ইত্যাদিতে সহজেই ছত্রাক পড়ে। টিস্যু পেপার দিয়ে মুড়ে রাখুন, ছত্রাক পড়বে না। ৬. বৃষ্টির দিনে পিপঁড়ার উৎপাত হলে ব্লিচিং পাউডার পানিতে মিশিয়ে ঘর মুছুন। পিপঁড়ার উৎপাত কমে যাবে। ৭. পারলে প্রতিদিন একবার করে মুখে বরফ ঘষুন। এটি ত্বকের জন্য ভালো, সহজে ব্রণ উঠে না। আর মুখে ব্রণ উঠলে বেশি বেশি পানি পান করুন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়