Friday, January 5

কানাইঘাটে আল-মক্কা রেস্টুরেন্টের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা প্রশাসনের সম্মুখে আল-মক্কা রেস্টুরেন্টের শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক মিলাদ ও দোয়া মাহফিল  শুক্রবার বাদ জুমআ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী, কাতার আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু জুবায়ের চৌধুরী, রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী সেলিম উদ্দিন, রহিম উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সিনিয়র সদস্য কাওছার আহমদ, সাংবাদিক শাহীন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমদ, ছাত্রনেতা আসাদ উদ্দিন সহ উপজেলা প্রশাসন পাড়ার ব্যবসায়ীবৃন্দ। মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন, কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ জমির উদ্দিন। এদিকে আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী কানাইঘাট ইউনিক কমিউনিটি সেন্টার ও রায়গড় গ্রামের আ’লীগ নেতা ইকবাল আহমদের বাড়ীতে সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। এসময় তিনি আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সামাজিক অনুষ্ঠানে আগত সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়