Monday, January 8

কানাইঘাটের মাওলানা আনিসুর রহমানের স্বর্ণপদক লাভ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটের মাওঃ আনিসুর রহমান চৌধুরী কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক লাভ করেছেন। আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে মাস্টার্স পরীক্ষা (অনুষ্ঠিত ২০০২) এ ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করে ফ্যাকাল্টি ফাস্ট হওয়ার গৌরব অর্জন করায় রবিবার বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তনের অনুষ্টানে তার হাতে এ স্বর্ণপদক তুলে দেওয়া হয়। উল্লেখ্য তিনি ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে বি.এ (অনার্স) সম্মান পরীক্ষা (অনুষ্ঠিত ২০০০) পরীক্ষায়ও ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করেন এমনকি কামিল (এম.এ) হাদীস ও তাফসীর শাস্ত্রে ১ম স্থান অধিকার অর্জন করেন। ইতোপূর্বে তিনি ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ থেকে এম.ফিল ডিগ্রি লাভ করেছেন এবং বর্তমানে একই বিভাগে পি.এইচ.ডি ডিগ্রির জন্য গবেষণারত আছেন। তিনি কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের উপর ঝিঙ্গাবাড়ী (হরিশিংমাটি) গ্রামের মাওঃ আব্দুর রহমান চৌধুরীর দ্বিতীয় সন্তান। বর্তমানে তিনি ফতেহপুর কামিল মাদ্রাসায় মুফাস্সির হিসাবে শিক্ষকতায় নিয়োজিত আছেন। এছাড়াও তিনি সিলেট বেতার কেন্দ্রে নিয়মিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়