Friday, December 29

কানাইঘাট সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় আব্দুল গফুরকে সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ বিদেশে অবস্থান করায় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় সদর ইউনিয়ন নাগরিকবৃন্দের ব্যানারে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় বিশিষ্ট মুরব্বী আব্দুল মুছব্বিরের সভাপতিত্বে ও ছাত্রনেতা আহমেদুল কবির মান্নার পরিচালনায় স্থানীয় ছোটদেশ নয়াবাজারে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গফুর। বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সদর ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, আ’লীগ নেতা মুহিবুর রহমান, চটিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুক উদ্দিন, বীরদল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ছাত্রনেতা মাহফুজ সিদ্দিকী, যুবনেতা বাহার উদ্দিন, জালাল উদ্দিন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের মাঝে উপস্থিত ছিলেন, সদর ইউপির সংরক্ষিত মহিলা সদস্যা জাহানারা বেগম, জয়তুন নেছা, বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ, ফারুক আহমদ, লুৎফুর রহমান, কাউছার আহমদ, আব্দুর রহমান, ইফজালুর রহমান, আব্দুর রহিম, ইউসুফ আলী, আব্দুল মালিক, জালাল উদ্দিন সহ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কানাইঘাট সদর ইউপি একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুরকে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি সঠিকভাবে ইউনিয়নের দায়িত্ব পালন করে যাচ্ছেন। সম্প্রতি সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ ও কয়েকজন ইউপি সদস্যদের মধ্যে যে ভুল বুঝাবুঝি বিদ্যমান রয়েছে তা নিরসনে ইউনিয়নের সম্মানিত বিশিষ্ট নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গফুরকে নাগরিক কমিটির নাগরিকবৃন্দের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়