Thursday, November 9

কানাইঘাটে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করলেন হুইপ সেলিম


নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, কৃষকরা হচ্ছেন দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য বর্তমান কৃষি বান্ধব সরকারের নানা ধরনের আর্থিক সহযোগিতা নিয়ে কৃষকরা খাদ্য উৎপাদন করে যাচ্ছেন। কৃষকরা স্থানীয় প্রশাসন ও থানায় এসে যাতে করে দ্রুত সেবা পান এজন্য সরকারী কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়ে তিনি কৃষকদের উন্নত জাতের ধান আবাদ সহ জমি সঠিকভাবে পরিচর্যা করার পরামর্শ প্রদান করেন। সেলিম উদ্দিন এমপি বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে ২০১৬-১৭ মৌসুমে আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত বুরো চাষীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে রবি/১৭-১৮ মৌসুমে বুরো ধান চাষের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বুরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেনের পরিচালনায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, থানার অফিসার ইন্চার্জ মোঃ আব্দুল আহাদ ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা জাপার সাধারণ সম্পাদক বাবুল আহমদ, জাপা নেতা শামীম আহমদ, স্বেচ্ছাসেবক পার্টির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, ছাত্র সমাজের সভাপতি স্বাধীন আজাদ সহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ। কৃষি কর্মকর্তা জানিয়েছেন, বিনামুল্যে ২০১৭-১৮ মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার ১৭শ’ ৪৪ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উন্নতজাতের বুরো ধান বীজ, এক হাজার টাকা করে নগদ সহায়তা, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। এছাড়া সেলিম উদ্দিন এমপি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কানাইঘাটের চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড স্বচ্ছতার সহিত বাস্তবায়নের জন্য প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়