Friday, August 11

কৃষিবিদ নিজাম চৌধূরী'র সম্মানে প্রবাসী কমিউনিটি নেতা সামছুজ্জামান বাহারের চা–চক্র (ভিডিও সহ)


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা কৃষিবিদ নিজাম উদ্দিন আহমদ চৌধূরী'র সম্মানে ও কানাইঘাটের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নের্তৃবৃন্দের নিয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী কানাইঘাট নিউজ ডট কমের প্রধান উপদেষ্টা কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলার পরিষদ চেয়ারম্যান সমিতির সাবেক চেয়ারম্যান ও পূবালী ব্যাংকের পরিচালক মরহুম এম.এ রকিব এর এর সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা একে এম সামছুজ্জামান বাহার এক চা-চক্র ও মতবিনিময় সভার আয়োজন করেন। শুক্রবার সন্ধ্যায় সামছুজ্জামান
বাহারের সিলেটস্থ নিজ বাস ভবনে চা চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি নেতা একে এম সামছুজ্জামান বাহারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সেচ্ছাসেবলীগের সদস্য এড.ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত চা চক্র ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা আব্দুন নূর, কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন আল-মিজান,সিলেট জেলা অাওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, কানাইঘাট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ লোকমান হোসেন,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার একেএম ফজলুর রহমান,রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ,কানাইঘাট উপজেলা আ’লীগের যুগ্ন-আহবায়ক এড.মামুন রশীদ, উপজেলা আ’লীগের যুগ্ন-আহবায়ক এড.আব্দুছ সাত্তার,কানাইঘাট পৌর সভার সাবেক কাউন্সিলর ও উপজেলা আ’লীগের যুগ্ন-আহবায়ক ফখর উদ্দিন শামীম,সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, দয়ামির ডিগ্রি কলেজের প্রভাষক কৃষিবিদ নিজাম চৌধুরীর ছোট ভাই আফসার উদ্দিন,কানাইঘাট নিউজের সম্পাদক মাহবুবুর রশিদ, সিলেট পুঁজি বাজার বিনিয়োগ কারি ফোরাম
এর আহবায়ক মিজান চৌধুরী শিপলু,যুগ্ন-আহবায়ক সাবেক ছাত্রনেতা সামছুল আলম জাকারিয়া,কাওছার রশীদ চৌধূরী কয়েস,প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ছাত্রনেতা আসাদ উদ্দিন,রোটারিয়ান জসিম উদ্দিন,কানাইঘাট উপজেলা সেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা দেলোয়ার হোসেন দুলাল,হাফিজ শফি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কানাইঘাটের বিভিন্ন দাবী-দাওয়া ও সমস্যা কিভাবে নিরসন করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়