Friday, August 11

বরিশালের ৬ জেলার বাস ধর্মঘট স্থগিত

বরিশালের ৬ জেলার বাস ধর্মঘট স্থগিত

কানাইঘাট নিউজ ডেস্ক: বরিশালে ৬ জেলার ৩৫ রুটের বাস ধর্মঘট ১৬ ঘণ্টা পর স্থগিত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট রাত ১০টায় স্থগিত করার ঘোষণা দেয়া হয়।

শোকের মাস হওয়ায় ১০ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়। এ সময়ের মধ্যে দাবি মেনে নেয়া না হলে ১১ সেপ্টেম্বর থেকে নতুন কর্মসূচি দেয়া হবে।

বরিশালের সার্কিট হাউস মিলনায়তনে প্রশাসন, বাস মালিক ও শ্রমিকদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক শেষে রাত ১০টায় এ ঘোষণা দেন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন।

তিনি জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১০ সেপ্টেম্বরের মধ্যে আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। দাবি না মানা হলে ১১ সেপ্টেম্বর থেকে আবার আন্দোলনে যাওয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়