
কানাইঘাট নিউজ ডেস্ক: একজন চিত্রশিল্পীর কাছে তরমুজ শুধুমাত্র একটি ফল নয়। বরং এটি তার দক্ষতা দেখানোর ক্যানভাস।
তরমুজের উপর শিল্প তৈরি করে তা প্রদর্শনী করা হয় সেন্ট্রাল চাইনার হেনান প্রদেশে। কুইংমিং উৎসব উপলক্ষে চিত্রশিল্পীরা তরমুজের উপর চীনের বিল্ডিং, সংস্কৃতি সহ বিভিন্ন কিছু এঁকে তা প্রদর্শন করান।
এটি শুরু করেছিলেন চীনের খ্যাতনামা চিত্রশিল্পী ঝাং যেদুন। তিনি সে সময় চাইনিজদের জীবন সংগ্রাম নিয়ে ছবি আঁকতেন।
উল্লেখ্য, তরমুজ উৎপাদন ও রপ্তানিতে চীন অন্যতম একটি দেশ।
তরমুজের উপর শিল্প তৈরি করে তা প্রদর্শনী করা হয় সেন্ট্রাল চাইনার হেনান প্রদেশে। কুইংমিং উৎসব উপলক্ষে চিত্রশিল্পীরা তরমুজের উপর চীনের বিল্ডিং, সংস্কৃতি সহ বিভিন্ন কিছু এঁকে তা প্রদর্শন করান।
এটি শুরু করেছিলেন চীনের খ্যাতনামা চিত্রশিল্পী ঝাং যেদুন। তিনি সে সময় চাইনিজদের জীবন সংগ্রাম নিয়ে ছবি আঁকতেন।
উল্লেখ্য, তরমুজ উৎপাদন ও রপ্তানিতে চীন অন্যতম একটি দেশ।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়