Tuesday, July 18

কুম্বলের রেকর্ডে ভাগ বসালেন হেরাথ

কুম্বলের রেকর্ডে ভাগ বসালেন হেরাথ
কানাইঘাট নিউজ ডেস্ক: এক টেস্টে ১০ বা তার বেশি উইকেট নেওয়ার অভিজ্ঞতায় ভারতের সাবেক স্পিনার অনিল কুম্বলের রেকর্ডে ভাগ বসালেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ।

চলমান গল টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ১১ উইকেট নিয়ে রেকর্ডের বইয়ে অনিল কুম্বলের পাশে জায়গা করে নিলেন শ্রীলঙ্কার এই বাঁহাতি স্পিনার।

আন্তর্জাতিক ক্যারিয়ারে এই দুই স্পিনার আটবার করে এই বিরল কীর্তি গড়েছেন।

নিজের ৮১তম টেস্টে এই কীর্তি গড়লেন হেরাথ। আর ১৩২ টেস্টে আটবার ১০ বা ততোধিক উইকেট শিকার করেছিলেন কুম্বলে।

টেস্টে এক ম্যাচে ১০ বা ততোধিক উইকেট শিকারে সবার উপরে আছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। ১৩৩ ম্যাচে ২২ বার এক ম্যাচে ১০ বা ততোধিক উইকেট শিকার করছিলেন মুরালি।

দ্বিতীয় সর্বোচ্চ ১০বার ম্যাচে ১০ বা ততোধিক উইকেট শিকার করেছিলেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন।

তৃতীয় সর্বোচ্চ ৯বার ম্যাচে ১০ বা ততোধিক উইকেট শিকার করছিলেন নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়