Thursday, July 13

তাইওয়ানের নিরাপত্তা জোনে চীনা বিমানবাহী জাহাজ

তাইওয়ানের নিরাপত্তা জোনে চীনা বিমানবাহী জাহাজ

কানাইঘাট নিউজ ডেস্ক: চীনের একমাত্র বিমানবাহী যুদ্ধজাহাজ 'লিয়াওনিং' তাইওয়ানের পানিসীমায় প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইপে। এ খবর নিশ্চিত করেছে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গতকাল এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের কর্মকর্তারা জাহাজ ঢোকার বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। জাহাজটি তাইওয়ান প্রণালী দিয়ে বিমান প্রতিরক্ষা শণাক্তকরণ অঞ্চলে প্রবেশ করে এবং পরে তা হংকংয়ের দিকে চলে যায়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে- তাইওয়ানের কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করেছেন তবে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে নি। ফলে তাইওয়ানের জনগণকে কোনো সতর্কতা সংকেতও দেয়া হয় নি।

চীনের বিমানবাহী যুদ্ধজাহাজ লিয়াওনিং প্রতি ঘণ্টায় ৩৭ কিলোমিটার গতিতে চলতে পারে এবং ৩৬টি বিমান বহন করতে পারে। ব্রিটিশ শাসন থেকে চীনের সঙ্গে যুক্ত হওয়ার ২০ বছরপূর্তি উপলক্ষে জাহাজটি আজ (বৃহস্পতিবার) হংকং পৌঁছায়। পার্সটুডে

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়