Sunday, June 11

কানাইঘাট দিঘীরপার ইউপি'র উদ্যোগে ইফতার মাহফিল ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত


নিজাম উদ্দিন: কানাইঘাট ৩নং দিঘীরপার পুর্ব ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক ইফতার মাহফিল এবং কানাইঘাট থানা পুলিশের আয়োজনে মাদক, জঙ্গি ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট কমিউনিটি পুলিশিং আলোচনা সভা রবিবার বিকাল ৩টায় ইউপি কমপ্লেক্স হলে অনুষ্ঠিত হয়। দিঘীরপার ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজলের সভাপতিত্বে ও ছাত্রনেতা তানজিল আহমদের পরিচালনায় উক্ত ইফতার মাহফিল ও কমিউনিটি পুলিশিং এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সদস্য আলমাছ উদ্দিন, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া, শাবিপ্রবির সহকারী কলেজ পরিদর্শক এম. তাজিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম, জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউপি চেয়ারম্যান মাতাব উদ্দিন, কানাইঘাট থানার সেকেন্ড অফিসার এস.আই স্বপন কুমার, দিঘীরপার ইউপির কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব প্রাপ্ত থানার এসআই ইসমাইল হোসেন, এএসআই আব্দুল মন্নান, সমাজসেবী কামাল চৌধুরী, সাতবাঁক ইউপি আ’লীগের সভাপতি হাজী মখদ্দুছ আলী, দিঘীরপার ইউপি বিএনপির সভাপতি আব্দুস শহিদ মেম্বার, সড়কের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ইবাদুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম. মামুন উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা রাসেল, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মস্তফা উদ্দিন, মিলেনিয়াম টিভির কানাইঘাট প্রতিনিধি ও কানাইঘাট বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলিম উদ্দিন আলিম, কানাইঘাট নিউজের নিবার্হী সম্পাদক ও কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, দৈনিক জালালাবাদ পত্রিকার কানাইঘাট প্রতিনিধি শাহিন আহমদ। বক্তব্য রাখেন ইউপি সদস্য গিয়াস উদ্দিন, খসরুজ্জামান, বদরুল হক, রমিজ উদ্দিন, নাজির উদ্দিন, মুন্সী মোঃ আবুল হোসেন, এবাদুর রহমান, ইউপি সদস্যা হাসিনা বেগম, বাহার বেগম, মাসুদা বেগম প্রমুখ। ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্থরের জনসাধারণের উপস্থিতিতিতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেন শান্তির ধর্ম ইসলামের সঠিক আকিদা ও মাহে রমজানের শিক্ষা গ্রহণের মধ্যে দিয়ে সমাজ থেকে সকল প্রকার অসামাজিক কার্যকলাপ ও সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাধ ও মাদক মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলা সম্ভব। তিনি রমজানের তাকওয়া অর্জনের মাধ্যমে নিজেদের চরিত্র গঠন এবং যে কোন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়