Sunday, June 18

গাড়ি বহরে হামলার ঘটনা নাটক : হাছান মাহমুদ

গাড়ি বহরে হামলার ঘটনা নাটক : হাছান মাহমুদ

কানাইঘাট নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালি এলাকায় বিএনপির মহাসচিবের গাড়ি বহরে হামলার ঘটনাকে নাটক বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও রাঙ্গুনিয়ার সাংসদ ড. হাছান মাহমুদ।

আজ রবিবার দুপুরে নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার একটি অনুষ্ঠানে বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছিলেন তাদের গাড়ি বহরে হামলার এলাকাটি আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের এলাকা। তার লোকজনই এই হামলা করেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে সাংসদ ড. হাছান মাহমুদ জানান, ঘটনাটি শুনেছি। বিএনপি নেতাদের গাড়ি বহর দুজন পথচারীকে ধাক্কা দেয়। এরপর সেখানে উত্তেজিত লোকজন কিছু একটা করেছে।

তিনি বলেন, পাহাড়ধস হলো এক সপ্তাহ আগে। আর বিএনপি নেতারা এখন সেখানে যাচ্ছিলেন। তাও আবার হামলার অজুহাত তুলে রাঙামাটি না গিয়ে ফিরে এসেছেন। এটা রহস্যজনক। বিষয়টিকে নাটক মনে হচ্ছে। 
সূত্র : বিডি লাইভ্।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়