Wednesday, June 7

বিশ্বনাথের একাধিক মামলার পলাতক আসামী কানাইঘাট থেকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: বিশ্বনাথ উপজেলার পেশকারেরগাঁও গ্রামের আব্দুল বারির পুত্র ৬টি মামলার পলাতক আসামী মাদক ব্যবসায়ী তেরাব আলী (৩০) অবশেষে কানাইঘাটে জনতার হাতে আটক হয়েছে। স্থানীয় জনতা তাকে গত মঙ্গলবার গভীর রাতে মাদক বেঁচাকেনার সময় তার এক সহযোগীকে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে আহতের ঘটনায় স্থানীয় লোকজন আটক করে উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশের কাছে বুধবার সকালে সোপর্দ করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বনাথ থানায় নারী নির্যাতন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ ৬টি মামলার ফেরারী আসামী তেরাব আলী প্রায় ৩ মাস পূর্বে নিজ এলাকা ছেড়ে পালিয়ে এসে কানাইঘাট উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির শরিফ নগর গ্রামের তালতো ভাই সেলিম উদ্দিনের বাড়ীতে আশ্রয় নেয়। সেখানে থেকে তেরাব আলী দুর্গম এলাকায় নানা অপরাধ কর্মকান্ড ও মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। শুধু তাই নয় স্থানীয় ইউপি সদস্য কয়েস আহমদ সহ এলাকার লোকজন জানিয়েছেন, সে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির বাখালছড়া গ্রামের দরিদ্র মঈন উদ্দিনের মেয়ে স্থানীয় হারিছ চৌধুরী একাডেমীর ৮ম শ্রেণির কিশোরী মেয়েকে মোটা অংকের টাকা দিয়ে সম্প্রতি রেজিষ্ট্রি কাবিন ছাড়াই বিয়ে করে শশুড় বাড়ীতে বসবাস শুরু করে। এলাকায় প্রকাশ্যে মদ পান ও নানা ধরনের অপরাধের সাথে তেরাব আলী জড়িয়ে পড়লে এলাকাবাসী তার চলাফেরা লক্ষ্য করতে থাকেন। গত মঙ্গলবার গভীর রাত দেড়টার দিকে ৬টি মামলার পলাতক আসামী তেরাব আলী তার তালতো ভাই এলাকার এক সময়ের চিহ্নিত ডাকাত কয়েকটি মামলার আসামী সেলিম উদ্দিন সহ কয়েকজনকে নিয়ে কেউটিহাওর এলাকায় মাদক কেনাবেঁচা ও সেবনের সময় তেরাব আলী কান্দলা চোনাপাড়া গ্রামের নজরুল ইসলাম (৩৫) কে চাকু দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করলে তার আত্মচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তেরাব আলীকে আটক করেন। এসময় তার সাথে থাকা অন্যান্যরা পালিয়ে যায়। পরে তেরাব আলীকে স্থানীয় ইউপি সদস্য কয়েস আহমদের বাড়ীতে নিয়ে গেলে তিনি গ্রাম পুলিশের মাধ্যমে বুধবার সকালে তেরাব আলীকে থানায় সোপর্দ করেন। মাদক কেনাবেঁচার ঘটনায় গ্রেফতারকৃত তেরাব আলীর বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হুমায়ুন কবির জানিয়েছেন। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় পৃথক ৬টি মামলা রয়েছে বলে তিনি জানান। লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য কয়েস আহমদ জানিয়েছেন সম্প্রতি তাদের এলাকায় কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এসব অপকর্মের সাথে তেরাব আলী জড়িত থাকতে পারে। সে আমাদের এলাকার এক স্কুল পড়ুয়া মেয়ের পিতাকে মোটা অংকের টাকা দিয়ে বাল্য বিবাহ করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়