Monday, June 19

মার্কিন জোটের গুলিতে সিরীয় যুদ্ধবিমান ভূপাতিত

মার্কিন জোটের গুলিতে সিরীয় যুদ্ধবিমান ভূপাতিত
কানাইঘাট নিউজ ডেস্ক: সিরিয়ায় রাক্কায় মার্কিন নেতৃত্বাধীন জোটের গুলিতে দেশটির একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। দেশটির সেনাবাহিনীর বরাতে এই তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হয়, রোববার রাক্কায় আইএসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলো সিরীয় বিমানটি। তখনই মার্কিন জোট গুলি চালায়।

ভূপাতিত বিমান নিয়ে মার্কিন ও সিরীয় কর্তৃপক্ষ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, এই ঘটনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ‘ভয়ঙ্কর প্রতিক্রিয়া’ ফেলবে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়,  মার্কিন সেনাঘাটিতে সিরীয় বিমানটি বোমা ফেললে আত্মরক্ষার্থে বিমানটি ভূপাতিত করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে তারা জানায়, ‘মার্কিন জোটের সেনাদের আত্মরক্ষার জন্য ওই যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়।’

এই ঘটনার দুই ঘণ্টা আগে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী এসডিএফএর বাহিনীর উপর হামলা চালায় বলেও জানায় যুক্তরাষ্ট্র। তারা বলেন, কোনোরকম চিন্তা ছাড়াই তারা আত্মরক্ষার সিদ্ধান্ত নেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়