
কানাইঘাট নিউজ ডেস্ক: আদরের
পোষা ছাগলে খেয়ে ফেললো মালিকের ৬২,০০০ রুপি। ২০০০ রুপির ৩৩টি নোট নিজের
প্যান্টের পকেটে রেখেছিলেন ভারতের উত্তর প্রদেশের কানওউজ জেলার সিলুয়াপুর
গ্রামের কৃষক রভেশ কুমার পাল।
বাড়ি মেরামতের জন্য রাখা এ টাকা প্যান্টের পকেটে রেখেই তিনি গোসল করতে যান। ফিরে এসে দেখেন ছাগলটি দুই হাজার রুপির একটি নোট চিবোচ্ছে এবং একটি নিচে পড়ে রয়েছে। দ্রুত গিয়ে তিনি সেটা ছাগলের মুখ থেকে টেনে বের করেন। এরপর প্যান্টের পকেটে হাত দিয়ে দেখেন একটি নোটও নেই। তখন তিনি বুঝতে পারেন ছাগলটি তার সব নোটগুলো খেয়ে ফেলেছে।
৬৬ হাজার রুপির মধ্যে দুটি নোটই আস্ত আছে, অর্থাৎ ৪ হাজার রুপি তিনি কোনো রকমে রক্ষা করতে পেরেছেন।
তবে এ ঘটনার জন্য ছাগলটিকে দোষারোপ করতে চাইছেন না তিনি। ঐ কৃষক বলেন, 'কী আর করা! ছাগলটি আমার সন্তানের মতো। মাত্র দুটি নোট উদ্ধার করা গেছে। লালায় ভিজে সে দুটিরও অবস্থা খারাপ।'
বাড়ি মেরামতের জন্য রাখা এ টাকা প্যান্টের পকেটে রেখেই তিনি গোসল করতে যান। ফিরে এসে দেখেন ছাগলটি দুই হাজার রুপির একটি নোট চিবোচ্ছে এবং একটি নিচে পড়ে রয়েছে। দ্রুত গিয়ে তিনি সেটা ছাগলের মুখ থেকে টেনে বের করেন। এরপর প্যান্টের পকেটে হাত দিয়ে দেখেন একটি নোটও নেই। তখন তিনি বুঝতে পারেন ছাগলটি তার সব নোটগুলো খেয়ে ফেলেছে।
৬৬ হাজার রুপির মধ্যে দুটি নোটই আস্ত আছে, অর্থাৎ ৪ হাজার রুপি তিনি কোনো রকমে রক্ষা করতে পেরেছেন।
তবে এ ঘটনার জন্য ছাগলটিকে দোষারোপ করতে চাইছেন না তিনি। ঐ কৃষক বলেন, 'কী আর করা! ছাগলটি আমার সন্তানের মতো। মাত্র দুটি নোট উদ্ধার করা গেছে। লালায় ভিজে সে দুটিরও অবস্থা খারাপ।'
খবর বিভাগঃ
অন্যরকম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়