Monday, June 19

র‌্যাঙ্কিংয়ে উন্নতি মাশরাফি-তামিমের

র‌্যাঙ্কিংয়ে উন্নতি মাশরাফি-তামিমের

কানাইঘাট নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের। বোলারদের র‌্যাঙ্কিংয়ে  তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অধিনায়ক আছেন ১৫তম স্থানে।

সদ্যই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে স্থান পাওয়া তামিম ইকবাল ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ১৬তম অবস্থানে আছেন।

তবে বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান একধাপ পিছিয়ে ১৯তম স্থানে চলে গেছেন। যদিও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এখনও শীর্ষেই আছেন তিনি।

চ্যাম্পিয়নস ট্রফিতে একটি শতক আর দুটি অর্ধশতকে ২৯৩ রান করেন তামিম। সেরা ২০-এ তিনিই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।

তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা পঞ্চম স্থানে উঠে এসেছেন বাবর আজম।  রোহিত শর্মা উঠে এসেছেন ১০ নম্বরে।

সর্বোচ্চ ১৩ উইকেট নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলী। শুধু তাই নয় এ পারফরম্যান্সের সুবাদে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ৭ নম্বরে চলে এসেছেন এ তরুণ পেসার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়