Sunday, June 11

চাপে আছে দক্ষিণ আফ্রিকা

চাপে আছে দক্ষিণ আফ্রিকা
কানাইঘাট নিউজ ডেস্ক: নিয়মিত উইকেট খুইয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা আফ্রিকা। ইতোমধ্যে প্রথম সারির ছয় ব্যাটসম্যান ফিরে গেছেন সাজঘরে। বিশ্বের সব সেরা ক্রিকেটার নিয়ে মাঠে নামা প্রোটিয়াদের স্কোর এখন পর্যন্ত ৩৭ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান।

এর আগে চ্যাম্পিয়নস ট্রফির সেমির টিকিট হাতে পেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে বোলিং করছে ভারত।

লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় ৩.৩০টায়। সরাসরি দেখাচ্ছে গাজী টিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস-১।

আজকের ম্যাচে যারা জিতবে তারা চলে যাবে সেমিফাইনালে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৮৬ রানে হারিয়ে দুই পয়েন্ট পায় আফ্রিকা।

‘বি’ গ্রুপে  তালিকার দুইয়ে আছে আমলারা। আর পাকিস্তানকে হারিয়ে দুই পয়েন্ট পায় ভারত। তারা আছে তালিকার একে। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে আফ্রিকা আর শ্রীলংকার কাছে হেরে যায় ভারত।

ভারত একাদশ:

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন ও জাস্প্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটকিপার), ফ্যাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ক্রিস মরিস, অ্যান্ডিল ফেহলুকাওয়া, কাগিসো রাবাদা, মরনে মরকেল ও ইমরান তাহির।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়