Thursday, May 25

কানাইঘাটে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশের হাতে শেষ পর্যন্ত গ্রেফতার হয়েছে চেক ডিজঅনার ও জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক আসামী আশিকুর রহমান বুলবুল। ৪টি সি.আর সাজা প্রাপ্ত ও ৬টি জি.আর মামলার পলাতক আসামী উপজেলার সাতবাঁক ইউপির সদিউলের মাটি গ্রামের মৃত আব্দুর রবের পুত্র প্রতারক আশিকুর রাহমান বুলবুল (৩৫) কে কানাইঘাট থানার এস.আই অজিত কুমার তালুকদার মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সদর থেকে শ্রীমঙ্গল থানা পুলিশের সহায়তায় গত বৃহস্পতিবার বিকেল ৩টায় তাকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আশিকুর রহমান বুলবুল বহু মানুষকে বিদেশে পাঠানোর নামে এবং অটোরিক্সা সিএনজি গাড়ী কিস্তির মাধ্যমে কিনে দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় অর্ধ শতাধিক চেক ডিজঅনার ও জালিয়াতির মামলা রয়েছে। পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তার এক আত্মীয়কে বিদেশ পাঠানোর নামে ১২ লক্ষ টাকা আত্মসাত করে আশিকুর রহমান বুলবুল। দীর্ঘদিন ধরে সে তার নিজ এলাকা কানাইঘাট ছেড়ে সিলেটের বিভিন্ন থানায় আত্মগোপন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এস.আই অজিত তালুকদার মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে শেষ পর্যন্ত এই তাকে শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করতে সক্ষম হন। অপরদিকে থানা পুলিশের এএসআই চন্দন কুমারের নেতৃত্বে একদল পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কানাইঘাট সদর ইউপির নিজ চাউরা উত্তর গ্রামে অভিযান চালিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী নুরুজ্জামানের পুত্র নুর আহমদকে গ্রেফতার করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়