Monday, May 29

কানাইঘাট ব্র্যাক অফিসের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির তদন্ত অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ব্র্যাক অফিসের শাখা ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ক্ষুদ্র ঋণ গ্রাহকদের হয়রানি এবং ঋণ দেওয়ার নামে সঞ্চয় আদায় এবং অধিকাংশ গ্রাহকদের পাস বই তার কাছে রাখার ঘটনায় তদন্ত অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক অফিসের ক্ষুদ্র ঋণ গ্রাহক কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামের ফাতেমা বেগম এবং সদর ইউপির নিজ চাউরা উত্তর গ্রামের শামীমা বেগম উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শাখা ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন। অভিযোগের প্রেক্ষিতে গত রবিবার ব্র্যাক সিলেট পীরের বাজার অফিসের আর.এম জহিরুল এবং জৈন্তা-কানাইঘাট এরিয়া ব্যবস্থাপক সুরঞ্জন চন্দ্র দে এর উপস্থিতিতে তদন্তকালে ফাতেমা বেগম ও তার স্বামী মামুন রশিদ এবং শামীমা বেগম ও তার স্বামী আবু বক্কর সহ আরো কয়েকজন শাখা ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামানের সীমাহীন অনিয়ম দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, গ্রাহকদের সাথে দূর্ব্যবহার, ঋণ দেওয়ার নামে সঞ্চয় আদায় করে হয়রানি, গ্রাহকদের পাস বই বিনা কারণে তার কাছে রেখে দেন। উক্ত ক্ষুদ্র ঋণ গ্রাহকগণ যথা সময়ে কিস্তি পরিশোধ করিলে ওয়াহিদুজ্জামান পাস বইয়ের মধ্যে নির্দিষ্ট সময়ে লিপিবদ্ধ না করিয়া তার মনগড়া ভাবে লিপিবদ্ধ করা সহ মাঠপর্যায়ে ব্র্যাকের কোন কর্মীকে না পাঠিয়ে তিনি নিজে কিস্তি নিজেই গ্রহণ করেন। এছাড়া অনেক ক্ষুদ্র ঋণ গ্রাহক যথা সময়ে ঋণের কিস্তি পরিশোধ করিতে না পারিলে ওয়াহিদুজ্জামান ক্ষুদ্র ঋণ প্রদানের আশ্বাস দিয়ে অনেক লোকদের নিকট হইতে সঞ্চয় গ্রহণ করেন, পরবর্তীতে তাদের হয়রানি করে ঋণ প্রদান না করিয়া টাকা ফেরত দেন বলে অভিযোগ রয়েছে। তদন্তকালে ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ঋণ দেওয়ার নামে সঞ্চয় আদায় গ্রাহকদের হয়রানী এবং পাস বই তার কাছে রাখার অভিযোগ প্রমাণিত হলে তিনি কোন ধরনের সদোত্তর দিতে পারেন নি। এ ব্যাপারে শাখা ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তদন্তকারী কর্মকর্তা ব্র্যাক পীরের বাজার প্রধান অফিসের আরএম জহিরুল ও জৈন্তা-কানাইঘাটের এরিয়া ব্যবস্থাপক সুরঞ্জন চন্দ্র দে স্থানীয় সাংবাদিক ও তার হাতে হয়রানির স্বীকার উপস্থিত ক্ষুদ্র গ্রাহকদের আশ্বাস প্রদান করেন। ওয়াহিদুজ্জামানের কাছে হয়রানির স্বীকার গ্রাহক ফাতেমা বেগম ও শামীমা বেগম জানিয়েছেন এব্যাপারে ব্র্যাকের উর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে তারা ব্র্যাকের উচ্চ পর্যায়ে ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়