নিজস্ব প্রতিবেদক:
১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, নানা শ্রেণি পেশার লোকজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালী পরবর্তী সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। উপজেলা অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্যের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সিএ বিপ্লব কান্তি দাস অপুর পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। বক্তব্য রাখেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। বাঙালি জাতি সত্ত্বার বিকাশে তিনি কিশোর বয়স থেকে শাহাদত বরণের পূর্ব পর্যন্ত কাজ করে গেছেন। তিনি শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। জীবনের সকল ক্ষেত্রেও বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়