
কানাইঘাট নিউজ ডেস্ক:
প্রযুক্তির কারণে পৃথিবীর সব কিছু খুব পরিবর্তন হচ্ছে। দূর নিয়ন্ত্রণের
মাধ্যমে এত দিন টেলিভিশন থেকে শুরু করে গাড়ি নিয়ন্ত্রণ করার কথা শোনা গেছে।
কিন্তু এই নিয়ন্ত্রণের যন্ত্রে যদি বসিয়ে দেওয়া হয় আর্টিফিসিয়াল
ইন্টেলিজেন্স?
এমনই এক ডিভাইস আসতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যেই। ছোট এই ডিভাইস দেখতে রিমোট কন্ট্রোল স্টিকের মতো। এই যন্ত্রটি পরিচিত হবে নেক্সট জেনারেশন ফায়ার টিভি স্টিক নামে। নাম শুনেই বোঝা যাচ্ছে, প্রধানত টেলিভিশন পরিচালনা করতেই ব্যবহার হবে এটি। তবে এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হচ্ছে বলে ইউজাররা অনেক সুবিধা পাবেন।
এই ডিভাইসে পাশে বসা বন্ধুকে বলার মতো করে বললেই হবে, ফায়ার টিভি স্টিক সেটি চিহ্নিত করে টিভির উপযোগী তরঙ্গ তৈরি করে ফেলবে। যেমন সাসপেন্স থ্রিলার খোঁজ বা নেটফিক্সটা খোল অথবা ভিডিওটিকে ৩০ সেকেন্ড পেছনে নাও বা দু’মিনিট সামনে নাও। সঙ্গে সঙ্গে অ্যালেক্সা সাড়া দেবে আপনার কণ্ঠস্বরে।
নতুন এই ফায়ার টিভি স্টিক দিয়ে কিন্তু আরো কাজ করা সম্ভব হবে অ্যালেক্সা অ্যাপের কারণে। এই রিমোট দিয়ে আপনার স্মার্ট হোম ডিভাইসগুলোও কাজ করবে। এখানেই শেষ না। রিমোটের কাছে জিজ্ঞেস করে নিতে পারবেন আবহাওয়ার খবর, খেলার স্কোর, ছাড়তে পারবেন গান। শুধু তাই নয়, বাজারের সদাই থেকে বাইরে খেতে বা ঘুরতে যাওয়ার জন্য গাড়িও ভাড়া করতে পারবেন এই রিমোট দ্বারাই।
ডিভাইসটির দাম করা হয়েছে ৩৯.৯৯ পাউন্ডের মত আশা করা যাচ্ছে এই টিভি স্টিক আগামী মাস দু’য়েকের মধ্যে বাজারে চলে আসবে।
এমনই এক ডিভাইস আসতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যেই। ছোট এই ডিভাইস দেখতে রিমোট কন্ট্রোল স্টিকের মতো। এই যন্ত্রটি পরিচিত হবে নেক্সট জেনারেশন ফায়ার টিভি স্টিক নামে। নাম শুনেই বোঝা যাচ্ছে, প্রধানত টেলিভিশন পরিচালনা করতেই ব্যবহার হবে এটি। তবে এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হচ্ছে বলে ইউজাররা অনেক সুবিধা পাবেন।
এই ডিভাইসে পাশে বসা বন্ধুকে বলার মতো করে বললেই হবে, ফায়ার টিভি স্টিক সেটি চিহ্নিত করে টিভির উপযোগী তরঙ্গ তৈরি করে ফেলবে। যেমন সাসপেন্স থ্রিলার খোঁজ বা নেটফিক্সটা খোল অথবা ভিডিওটিকে ৩০ সেকেন্ড পেছনে নাও বা দু’মিনিট সামনে নাও। সঙ্গে সঙ্গে অ্যালেক্সা সাড়া দেবে আপনার কণ্ঠস্বরে।
নতুন এই ফায়ার টিভি স্টিক দিয়ে কিন্তু আরো কাজ করা সম্ভব হবে অ্যালেক্সা অ্যাপের কারণে। এই রিমোট দিয়ে আপনার স্মার্ট হোম ডিভাইসগুলোও কাজ করবে। এখানেই শেষ না। রিমোটের কাছে জিজ্ঞেস করে নিতে পারবেন আবহাওয়ার খবর, খেলার স্কোর, ছাড়তে পারবেন গান। শুধু তাই নয়, বাজারের সদাই থেকে বাইরে খেতে বা ঘুরতে যাওয়ার জন্য গাড়িও ভাড়া করতে পারবেন এই রিমোট দ্বারাই।
ডিভাইসটির দাম করা হয়েছে ৩৯.৯৯ পাউন্ডের মত আশা করা যাচ্ছে এই টিভি স্টিক আগামী মাস দু’য়েকের মধ্যে বাজারে চলে আসবে।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়