কানাইঘাট নিউজ ডেস্ক:
বলিউডের অভিনেতা সালমান খান মাসখানেক আগেই প্রায় ১৯ বছর আগের এক অস্ত্র
মামলায় বেকসুর খালাস পেয়েছিলেন। কিন্তু ভারতের যোধপুর আদালতের সেই রায়কে
চ্যালেঞ্জ করে সম্প্রতি একটি আবেদন করেছে রাজস্থান সরকার। আদালত আবেদনটি
গ্রহণ করে এপ্রিলের ২১ তারিখে শুনানি ডেকেছেন।
সালমানের আইনজীবী জানিয়েছিলেন, সালমানের বিরুদ্ধে আনা অভিযোগের শক্ত কোনো তথ্যপ্রমাণ না পাওয়ায় আদালত তাকে বেকসুর খালাস ঘোষণা করেন।
সুলতান তারকার বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৯৯৮ 'সালে হাম সাথ সাথ হ্যায়' ছবির শুটিংয়ের সময় যোধপুরের একটি বনে শিকার করতে বের হন তিনি। এরপর বনের দুটি মায়া হরিণ শিকার করার অভিযোগ এনে সালমানের নামে মামলা করেন বনের প্রহরী গোরধান সিং।
মামলার অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, বলিউড এই তারকার সঙ্গে থাকা রাইফেলটির লাইসেন্সও ছিল মেয়াদোত্তীর্ণ। সেই ছবির শুটিং চলাকালীন টাবু, সাইফ আলী খান, সোনালি বেন্দ্রে, নিলম ও সালমানের সঙ্গে ছিলেন।
এদিকে ১৫ মার্চ থেকে অস্ট্রিয়ায় ক্যাটরিনা কাইফের বিপরীতে 'টাইগার জিন্দা হ্যায়' ছবির শুটিং শুরু করবেন সালমান খান। আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবি মুক্তি পাওয়ার কথা ২২ ডিসেম্বর। সূত্র: ইন্ডিয়া টুডে।
সালমানের আইনজীবী জানিয়েছিলেন, সালমানের বিরুদ্ধে আনা অভিযোগের শক্ত কোনো তথ্যপ্রমাণ না পাওয়ায় আদালত তাকে বেকসুর খালাস ঘোষণা করেন।
সুলতান তারকার বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৯৯৮ 'সালে হাম সাথ সাথ হ্যায়' ছবির শুটিংয়ের সময় যোধপুরের একটি বনে শিকার করতে বের হন তিনি। এরপর বনের দুটি মায়া হরিণ শিকার করার অভিযোগ এনে সালমানের নামে মামলা করেন বনের প্রহরী গোরধান সিং।
মামলার অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, বলিউড এই তারকার সঙ্গে থাকা রাইফেলটির লাইসেন্সও ছিল মেয়াদোত্তীর্ণ। সেই ছবির শুটিং চলাকালীন টাবু, সাইফ আলী খান, সোনালি বেন্দ্রে, নিলম ও সালমানের সঙ্গে ছিলেন।
এদিকে ১৫ মার্চ থেকে অস্ট্রিয়ায় ক্যাটরিনা কাইফের বিপরীতে 'টাইগার জিন্দা হ্যায়' ছবির শুটিং শুরু করবেন সালমান খান। আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবি মুক্তি পাওয়ার কথা ২২ ডিসেম্বর। সূত্র: ইন্ডিয়া টুডে।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়