কানাইঘাট নিউজ ডেস্ক: রাজধানীতে ২০ বছরের বেশি পুরোনো এবং মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কর্মকর্তারা অংশ নিয়েছেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তান ও বিজয় নগর এলাকায় অভিযান শুরু হয়।
ডিএসসিসির ম্যাজিস্ট্রেট মো. মামুন সরদার বলেন, ‘অভিযানে ২০টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। লাইসেন্স না থাকায় এক চালককে কারাদণ্ড দেয়া হয়েছে।’
সূত্র জানায়, রাজধানীর ১৯৩টি রুটে প্রায় সোয়া ৩ হাজার বাস-মিনিবাস চলাচল করে। এর মধ্যে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ বাস চলাচলের অনুপযোগী। সে বাসগুলো আর রাজধানীতে চলতে পারবে না। কয়েক মাস ধরে বিআরটিএ এসব পুরোনো বাসের ফিটনেস সার্টিফিকেট দেয়া বন্ধ রেখেছে। এখন কম্পিউটারাইজড পদ্ধতিতে ফিটনেস টেস্ট করা হয়। সে কারণে পুরোনো বাসগুলোকে আর ফিটনেস দেয়া সম্ভব হচ্ছে না।
গত ১৫ ফেব্রুয়ারি ডিএসসিসিতে ঢাকা মহানগর পুলিশ, বিআরটিএ ও ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র সাঈদ খোকন ঘোষণা দেন, ২০ বছরের অধিক সময় ধরে ব্যবহৃত বাস ৫ মার্চ থেকে রাজধানীতে আর চলতে দেয়া হবে না। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কর্মকর্তারা অংশ নিয়েছেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তান ও বিজয় নগর এলাকায় অভিযান শুরু হয়।
ডিএসসিসির ম্যাজিস্ট্রেট মো. মামুন সরদার বলেন, ‘অভিযানে ২০টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। লাইসেন্স না থাকায় এক চালককে কারাদণ্ড দেয়া হয়েছে।’
সূত্র জানায়, রাজধানীর ১৯৩টি রুটে প্রায় সোয়া ৩ হাজার বাস-মিনিবাস চলাচল করে। এর মধ্যে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ বাস চলাচলের অনুপযোগী। সে বাসগুলো আর রাজধানীতে চলতে পারবে না। কয়েক মাস ধরে বিআরটিএ এসব পুরোনো বাসের ফিটনেস সার্টিফিকেট দেয়া বন্ধ রেখেছে। এখন কম্পিউটারাইজড পদ্ধতিতে ফিটনেস টেস্ট করা হয়। সে কারণে পুরোনো বাসগুলোকে আর ফিটনেস দেয়া সম্ভব হচ্ছে না।
গত ১৫ ফেব্রুয়ারি ডিএসসিসিতে ঢাকা মহানগর পুলিশ, বিআরটিএ ও ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র সাঈদ খোকন ঘোষণা দেন, ২০ বছরের অধিক সময় ধরে ব্যবহৃত বাস ৫ মার্চ থেকে রাজধানীতে আর চলতে দেয়া হবে না। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়